মুহুর্মুহু বিস্ফোরণে ইতিমধ্যেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। দিনরাত ক্ষেপনাস্ত্র হামলা চালাচ্ছে রুশ সেনা। দিন যত বাড়ছ ততই চড়া হচ্ছে রুশ আগ্রাসনের সুর। বাঙ্কারে আশ্রয় নিয়েছেন সাধারণ মানুষ। যুদ্ধ শেষের প্রহর গুণছেন তাঁরা। এরইমধ্যে শনিবার ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি ইসরায়েলের জেরুজালেমে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার প্রস্তাব দিয়েছেন।
আরও পড়ুন:রাশিয়ার হামলায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১৩০০-রও বেশি ইউক্রেনীয়র, বললেন জেলেনস্কি
সাংবাদিক বৈঠক করে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে সমঝোতা করতে তিনি প্রস্তুত। জেরুসালেমে শান্তি বৈঠক আয়োজন করার জন্য তিনি ইজরায়েলের প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন। জেলেনস্কি বলেন, ‘‘আর কোনও প্রতিনিধি স্তরে আলোচনা নয়… আমি শীর্ষ নেতৃত্ব স্তরে বৈঠকের কথা বলছি।’’ সেই সঙ্গে জানিয়েছেন, তাঁর এই উদ্যোগ যদি সফল হয়, শুধু রাশিয়া নয়, পশ্চিমের থেকেও তিনি ইউক্রেনের ‘নিরাপত্তার নিশ্চয়তা’ আশা করেন।
Russia Ukraine:যুদ্ধের ইতি! পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান জেলেনস্কি
Date:
Share post: