🔹সেনসেক্স ৫৬,৪৮৬.০২ (⬆️ ১.৬৮%)
🔹নিফটি ১৬,৮৭১.৩০ (⬆️ ১.৪৫%)
যুদ্ধের ক্ষত সারিয়ে অবশেষে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। বিগত কয়েকদিনে লাগাতার ধাক্কা খাওয়ার পর রক্তক্ষরণ সারিয়ে সোমবার অনেকটাই ঘুরে দাঁড়ালো দেশের শেয়ারবাজার। এদিন ৯৩৫ পয়েন্ট বাড়ল বাজার। পাশাপাশি নিফটি বেড়েছে ২৪০ পয়েন্ট।
অতীতের ধাক্কা সামলে সোমবার বাজার বন্ধ হওয়ার পর দেখা যায় অতীতের ধাক্কা সামলে ৯৩৫ পয়েন্ট বেড়েছে সেনসেক্স। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বিএসই সেনসেক্স (BSE Sensex) ৯৩৫.৭২ পয়েন্ট বা ১.৬৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫৬,৪৮৬.০২। পাশাপাশি সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এদিন নিফটি ২৪০.৮৫ পয়েন্ট বা ১.৪৫ শতাংশ বেড়ে নিফটি পৌঁছয় ১৬,৮৭১.৩০।