Tuesday, November 11, 2025

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভয়াবহ আকার নিতে পারে করোনা, সতর্কবার্তা WHO-র

Date:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জেরে বিশ্বে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করতে পারে। সম্প্রতি এমনই আশঙ্কা প্রকাশ করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা(WHO)| ইউক্রেনের পাশাপাশি প্রতিবেশী দেশগুলিকেও এবিষয়ে সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি রুশ সেনাবাহিনীর(Russian Army) কাছে আবেদন জানানো হয়েছে তারা যেন ইউক্রেনের হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রে হামলা না চালায়। যুদ্ধের জের যেন করোনার বিরুদ্ধে লড়াইয়ে না পড়ে।

যুদ্ধের জেরে প্রায় ২০ লক্ষ মানুষ ইউক্রেন ছেড়ে প্রতিবেশী দেশগুলিতে আশ্রয় নিয়েছে। হু আশঙ্কা করছে এঁদের থেকে ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। কারণ হিসেবে জানানো হয়েছে, প্রথমত ইউক্রেনের বাসিন্দাদের টিকাকরণের মাত্রা ৩৪ শতাংশ। যা অন্যান্য দেশের নিরিখে অত্যন্ত কম। দ্বিতীয়ত, গত ৩-৯ মার্চ ইউক্রেন এবং সংলগ্ন দেশগুলিতে করোনা সংক্রমণের হার অত্যধিক বেড়েছে। এই ছ’দিনে ইউক্রেন-সহ পড়শি দেশগুলিতে সাত লক্ষ ৯১ হাজার ২১জনের মধ্যে করোনার সংক্রমণ ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ৮ হাজার ১২ জনের। হু-র মতে এই সংখ্যা উদ্বেগজনক।

আরও পড়ুন:BJP: মরিয়া চেষ্টা! প্রার্থী ঘোষণার আগেই ২ কেন্দ্রের উপনির্বাচনে পরিচালন কমিটি গড়ল বিজেপি

যুদ্ধের মাঝেই ইউক্রেনে করোনা সংক্রমণ লাগাতার বেড়ে চলেছে। আগামী দিনে তা আরও বাড়তে পারে বলে অনুমান করছে হু। এ প্রসঙ্গে হু-র স্বাস্থ্য সংক্রান্ত জরুরি বিভাগের এগজিকিউটিভ ডিরেক্টর মাইক রায়ান বলেন, “যুদ্ধের কারণে ইউক্রেনে কোভিড টিকা দেওয়ার প্রক্রিয়া থমকে গিয়েছে। বন্ধ হয়ে গিয়েছে কোভিড পরীক্ষাও। আর এটাই সবচেয়ে উদ্বেগের একটা কারণ।” পাশাপাশি, যুদ্ধের জেরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া শরণার্থীরা নিজেদের অজান্তেই ভাইরাস বহন করে আনতে পারেন বলে মনে করছে হু।

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...
Exit mobile version