Sunday, August 24, 2025

রুশ সেনার আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন। রাজধানী কিভ দখলে মরিয়া রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। একের পর এক শহরে সাঁড়াশি আক্রমণ চালাচ্ছে রুশ সেনা। অন্যদিকে দাঁতে দাঁত চেপে লড়াইয়ে জিততে মরিয়া ইউক্রেনও। এরইমধ্যে রবিবার যুদ্ধবিরতির জন্য গির্জায় প্রার্থনা করলেন ইউক্রেনবাসী। ক্রশবিদ্ধ যিশুর দিকে একদৃষ্টিতে একযোগে তাকিয়ে ভীত, সন্ত্রস্ত মুখগুলো।

আরও পড়ুন:Barack Obama:করোনা আক্রান্ত আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা

সোমবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ১৮তম দিন। শান্তির বার্তা দিয়ে একাধিকবার বৈঠকে বসেছেন দু’দেশের রাষ্ট্রনেতারা। কিন্তু রফাসূত্র বেরোয়নি। এদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। তাই উপায় না পেয়ে সাইরেনের শব্দের মাঝে গির্জায় প্রার্থনা করছেন ইউক্রেনের লিভিভবাসীরা। যুদ্ধের শুরুতে প্রাণ বাঁচাতে এই শহরে আশ্রয় নিয়েছিল অনেকেই। কিন্তু এবার এ শহরেও পৌঁছে গিয়েছে রুশ সেনা। গতকাল থেকে একের পর ক্ষেপনাস্ত্রের হামলায় ইতিমধ্যেই ঝাঁঝরা গোটা শহর। তবে তারই মধ্যে ইউক্রেনবাসীর আশা, প্রাচীন ভাস্কর্যে মোড়া এই শহরকে রেহাই দেবে রুশ সেনারা।

২০১৪ সালে ইউক্রেনের থেকে ছিনিয়ে নিয়েছিল রাশিয়া। সে দিক থেকেও কৃষ্ণসাগরের ধার ঘেঁষা বন্দর-শহরগুলোতে হামলা শুরু হয়। এর মধ্যে খেরসন আগেই মস্কোর কব্জায় চলে গিয়েছে।মারিউপোলে এখনও চলছে বিধ্বংসী যুদ্ধ। চারিদিক থেকে রুশ সেনার আক্রমণের লক্ষ্য রাজধানী কিভ। সেন্ট্রাল কিভের সেন্ট ভলোদিমির ক্যাথিড্রালেও রবিবারের প্রার্থনা হয়েছে।

পশ্চিমের আর এক শহর ইভানো-ফ্রাঙ্কিভস্কের বিমানবন্দরেও আজ হামলা চালায় রুশ বাহিনী। স্লোভাকিয়া ও হাঙ্গেরির সীমান্ত থেকে ২৫০ কিলোমিটার দূরে শহরটি। এই বিমানবন্দরটির একটি অংশ যাত্রী পরিষেবায় ব্যবহার হয়, অন্য অংশে রয়েছে মিলিটারি এয়ারফিল্ড।

পূর্ব ডনেৎস্কের একটি মনাস্ট্রিতে হামলা চলে। একটি শিশু নিবাসেও গোলাবর্ষণ করা হয়। সাধুসন্ন্যাসী ও বাসিন্দারা লুকিয়ে ছিলেন সেখানে। ৩২ জন জখম হয়েছেন। ডনেৎস্ক থেকে কিছু বাসিন্দাকে উদ্ধার করে পশ্চিম সীমান্তের উদ্দেশে রওনা হয়েছিল একটি ট্রেন। বোমা পড়ে এই ট্রেনে। মারিউপোলের পরিস্থিতি অনেকটাই একি রকম। অভিযোগ, ৪ লক্ষ মানুষের এই শহরকে কার্যত বন্দি করে হামলা চালানো হচ্ছে। বাইরে থেকে জল, খাবার, ওষুধ কিছুই ঢুকতে দেওয়া হচ্ছে না। পালাতেও দেওয়া হচ্ছে না কাউকে। বিদ্যুৎ নেই। ইতিমধ্যে কতজনের প্রাণহানি হয়েছে তার কোনও সঠিক পরিসংখ্যান নেই।

সোমবার ইউক্রেনের প্রসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছিলেন সমঝোতায় যেতে তিনি প্রস্তুত। কিন্তু এখনও পর্যন্ত এর কোনও সদুত্তর মেলেনি।

Related articles

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...
Exit mobile version