Thursday, August 21, 2025

Dengu: ডেঙ্গি মোকাবিলায় তৎপর প্রশাসন,ঝুঁকিপূর্ণ পুর এলাকাগুলির তালিকা প্রকাশ

Date:

গরম বাড়তেই শুরু হয়েছে ডেঙ্গি নিয়ে দুশ্চিন্তা। তাই ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আগেভাগেই ব্যবস্থা নিতে চলেছে রাজ্য সরকার। ইতিমধ্যেই রাজ্য নগরোন্নয়ন সংস্থা ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ও বিপজ্জনক পুরসভাগুলির তালিকা প্রকাশ করেছে। তালিকায় ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক ৪৩টি পুরসভাকে চিহ্নিত করা হয়েছে এবং ৮৩টি পুরসভা বিপজ্জনক হিসেবে চিহ্নিত করেছে রাজ্য প্রশাসন। সূত্রের খবর, এই সব এলাকাগুলিতে যাতে মশার প্রকোপ না বাড়ে তার উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: দলনেত্রীর অনুমোদনেই পুরসভার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান নির্ণয়, টুইট সুখেন্দু শেখরের

গতবছর করোনা পরিস্থিতির মধ্যেও উদ্বেগ বাড়ায় ডেঙ্গি। তাই গ্রীষ্ম আসার আগেই মশাবাহিত রোগের প্রকোপ কমাতে তৎপর প্রশাসন। ডেঙ্গির ক্ষেত্রে অতি বিপজ্জনক পুর এলাকাগুলির মধ্যে হাওড়া, রাজারহাট নিউটাউন, সোনারপুর, উত্তর ও দক্ষিণ দমদম, শিলিগুড়ির মতো জায়গাগুলি রয়েছে। এবং বিপজ্জনক হিসেবে প্রকাশিত তালিকায় ২৬টি পৌরসভাই রয়েছে উত্তর ২৪ পরগণা। আরও ৬৩টি পুরসভা মাঝারি ঝুঁকির তালিকায় রয়েছে।


প্রশাসন সূত্রে খবর, এই সব এলাকাগুলিকে টার্গেট করে বেশ কয়েকটি দল গঠন করা হবে। মশাবাহিত রোগে যাতে কোনওভাবেই মানুষের প্রাণহাণি না হয় সেজন্য এই দলগুলি কাজ করবে। প্রধানত জমা জলেই ডেঙ্গির মশা বংশ বিস্তার করে। তাই ডেঙ্গি মোকাবিলায় সর্বপ্রথম যে কাজটি করতে হবে তা হল এলাকায় এবং বাড়ির আশেপাশে যাতে জল না জমে , তা দেখা। এছাড়াও বিভিন্ন এলাকায় জমা জল পরিস্কার, ব্লিচিং ছড়ানো, ইত্যাদি কাজ করবে গঠিত দলগুলি। মশা যাতে এইসব জায়গায় বংশবিস্তার করতে না পারে, তার জন্য উদ্যোগী হবে এই দলগুলি।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version