Sunday, May 4, 2025

East West Metro: আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা

Date:

আজ থেকে বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রের খবর, মঙ্গলবার অর্থাৎ ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার ১৭ মার্চ অবধি বন্ধ থাকবে এই রুটের মেট্রো পরিষেবা। যাত্রীদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ১৫ তারিখ পরিদর্শনে আসছেন কমিশনার অফ রেলওয়ায়ে সেফটি। নতুন সফটওয়্যার আপগ্রেড, এনএফ সার্কেলের পরীক্ষা ও পরিদর্শনের কারণে এই মেট্রো পরিষেবা স্থগিতাদেশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দিক খতিয়ে দেখে ছাড়পত্র দিলে তবেই চালু হয়ে যাবে শিয়ালদহ অবধি ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা।

আরও পড়ুন:“আমি আসানসোলে বহিরাগত হলে বারাণসীতে মোদি কী?” এই যুক্তিতেই বিজেপিকে “খামোশ” করলেন শত্রুঘ্ন

সেক্টর ফাইভ থেকে ফুলবাগান অবধি বর্তমানে চালু রয়েছে ইস্ট ওয়েস্ট মেট্রো। খুব শিগগিরই শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে যাবে যাত্রী পরিষেবা। আর সেই কারণেই তিন দিন ভোগান্তিতে পড়তে পারেন ইস্ট ওয়েস্ট মেট্রোর নিত্যযাত্রীরা।

বর্তমানে ইস্ট ওয়েস্ট মেট্রো চলে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে ফুলবাগান পর্যন্ত। কমিশনার অফ রেলওয়ে সেফটির চূড়ান্ত অনুমোদন পেলে এই লাইনে যুক্ত হবে শিয়ালদা স্টেশনও।  শিয়ালদহ স্টেশন হতে চলেছে ইস্ট ওয়েস্ট মেট্রোর সবথেকে বড় স্টেশন। যেহেতু শিয়ালদহের লোকাল ট্রেনে অত্যাধিক ভিড় হয়, তাই কর্তৃপক্ষ মনে করছে, শিয়ালদহ মেট্রো স্টেশনেও  যাত্রীদের ভিড় বেশি হবে। অর্থাৎ, শিয়ালদহ স্টেশন যুক্ত হলে যাত্রী সংখ্যাও অনেকটাই বাড়বে।  সেই বিষয়টি মাথায় রেখে শিয়ালদহ মেট্রো স্টেশনে টিকিট কাউন্টার, লিফট, সিঁড়ির সংখ্যা অন্য মেট্রো স্টেশনের থেকে বেশি রাখা হয়েছে।

ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, পরীক্ষা করে দেখা হবে শিয়ালদহ মেট্রো স্টেশনে যাত্রীদের ঢোকা ও বেরনোর ব্যবস্থা, সিগন্যালিং থেকে টেলি কমিউনিকেশনের সুবিধা সহ নানা বিষয়। মেট্রো কর্তৃপক্ষ সূত্রে খবর, চূড়ান্ত অনুমোদনের মিললে, এপ্রিল মাসের মধ্যেই চালু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশন।

Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version