Sunday, August 24, 2025

আইপিএল ২০২২: বায়ো বাবল ভাঙলে পেতে হবে ‘কঠিন শাস্তি’, নির্দেশ বোর্ডের

Date:

গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএলের জৈবদুর্গ বা বায়ো-বাবল নিয়ে কড়া নিয়ম বিসিসিআই-এর। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫তম সংস্করণ। টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে ক্রিকেটারদের পরিবারকেও। নিয়ম ভাঙলে কড়া শাস্তির ফতোয়া বিসিসিআই-এর।

কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ অফিসিয়ালদের কেউ প্রথমবার বায়ো বাবলের নিয়ম ভাঙলে তাঁকে বাধ্যতামূলকভাবে সাত দিন নিভৃতাবাসে থাকতে হবে। সেই সময়ের মধ্যে যে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না তার টাকা কেটে নেওয়া হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে আগের শাস্তির সঙ্গে বাড়তি একটি ম্যাচ নির্বাসন পেতে হবে। তৃতীয় বার জৈবদুর্গের নিয়ম ভাঙলে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ আধিকারিককে। তাঁর পরিবর্ত কাউকে নিতে পারবে না সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই।

খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিয়ম ভাঙলেও কড়া নিয়ম। সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকেও সাত দিনের নিভৃতাবাসে থাকতে হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে পরিবারের সদস্যকে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যেতে হবে। ফের এক বার সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিভৃতাবাসে থাকতে হবে।

শুধু ব্যক্তিগত শাস্তি নয়, বায়ো বাবলের নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিকেও শাস্তি পেতে হবে। ম্যাচের আগে যদি কোনও দলে ১২ জনের কম ক্রিকেটার থাকে তা হলে সেই খেলা স্থগিত থাকবে। যদি বাবলের বাইরে থেকে কোনও ব্যক্তি এসে নিভৃতাবাস ছাড়াই কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তা হলে প্রথম বার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা হিসেবে ১ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বার একই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ ২ পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়াও জরিমানা দিতে হবে নিয়মিত কোভিড পরীক্ষা না করালেও।

আরও পড়ুন- Rail: এখনই চালু হচ্ছে না রেলযাত্রায় প্রবীণদের ছাড়: দেবের প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version