Friday, November 14, 2025

আইপিএল ২০২২: বায়ো বাবল ভাঙলে পেতে হবে ‘কঠিন শাস্তি’, নির্দেশ বোর্ডের

Date:

গত বারের ভুল থেকে শিক্ষা নিয়ে এবার আইপিএলের জৈবদুর্গ বা বায়ো-বাবল নিয়ে কড়া নিয়ম বিসিসিআই-এর। ২৬ মার্চ থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৫তম সংস্করণ। টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবলের সমস্ত নিয়ম মেনে চলতে হবে ক্রিকেটারদের পরিবারকেও। নিয়ম ভাঙলে কড়া শাস্তির ফতোয়া বিসিসিআই-এর।

কোনও ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ অফিসিয়ালদের কেউ প্রথমবার বায়ো বাবলের নিয়ম ভাঙলে তাঁকে বাধ্যতামূলকভাবে সাত দিন নিভৃতাবাসে থাকতে হবে। সেই সময়ের মধ্যে যে কয়েকটি ম্যাচে তিনি খেলতে পারবেন না তার টাকা কেটে নেওয়া হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে আগের শাস্তির সঙ্গে বাড়তি একটি ম্যাচ নির্বাসন পেতে হবে। তৃতীয় বার জৈবদুর্গের নিয়ম ভাঙলে টুর্নামেন্ট থেকে নির্বাসিত করা হবে সংশ্লিষ্ট ক্রিকেটার, সাপোর্ট স্টাফ বা ম্যাচ আধিকারিককে। তাঁর পরিবর্ত কাউকে নিতে পারবে না সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজি বা বিসিসিআই।

খেলোয়াড়দের পরিবারের সদস্যরা নিয়ম ভাঙলেও কড়া নিয়ম। সংশ্লিষ্ট ক্রিকেটার বা সাপোর্ট স্টাফকেও সাত দিনের নিভৃতাবাসে থাকতে হবে। দ্বিতীয় বার একই নিয়ম ভাঙলে পরিবারের সদস্যকে বায়ো বাবল ছেড়ে বেরিয়ে যেতে হবে। ফের এক বার সংশ্লিষ্ট ক্রিকেটারকে নিভৃতাবাসে থাকতে হবে।

শুধু ব্যক্তিগত শাস্তি নয়, বায়ো বাবলের নিয়ম ভাঙলে ফ্র্যাঞ্চাইজিকেও শাস্তি পেতে হবে। ম্যাচের আগে যদি কোনও দলে ১২ জনের কম ক্রিকেটার থাকে তা হলে সেই খেলা স্থগিত থাকবে। যদি বাবলের বাইরে থেকে কোনও ব্যক্তি এসে নিভৃতাবাস ছাড়াই কোনও দলের ক্রিকেটার বা সাপোর্ট স্টাফদের সঙ্গে দেখা করেন তা হলে প্রথম বার সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জরিমানা হিসেবে ১ কোটি টাকা দিতে হবে। দ্বিতীয় বা তৃতীয় বার একই ঘটনা ঘটলে সংশ্লিষ্ট দলের সর্বোচ্চ ২ পয়েন্ট কেটে নেওয়া হবে। এছাড়াও জরিমানা দিতে হবে নিয়মিত কোভিড পরীক্ষা না করালেও।

আরও পড়ুন- Rail: এখনই চালু হচ্ছে না রেলযাত্রায় প্রবীণদের ছাড়: দেবের প্রশ্নের উত্তরে জানালেন রেলমন্ত্রী

Related articles

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...

SIR আতঙ্কে মৃত্যু: পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব

SIR–এর আতঙ্কে প্রায় এক সপ্তাহ আগে আত্মঘাতী হন মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের বাগডাঙা এলাকার বাসিন্দা মোহন...

দিল্লি বিস্ফোরণের জের: রাজ্যের বিশেষ বিশেষ স্থানে ঢেলে সাজছে নিরাপত্তা

রাজধানীতে গোয়েন্দা ব্যর্থতা স্পষ্ট। সেই সঙ্গে অমিত শাহর স্বরাষ্ট্র মন্ত্রকের দিল্লি পুলিশও। দিনভর ঘাতক গাড়ি ঘুরে বেড়ালো, অথচ...
Exit mobile version