Monday, August 25, 2025

বুধবার নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad hakim)। সেই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Bandopadhyay) নিয়ে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chattopadhyay)। অসুস্থতার কারণে অনুপস্থিত কামারহাটির বিধায়ক।

কয়েক মাস আগেই রাজ্য জুড়ে আলোচনার শিরোনামে ছিল নারদ মামলা।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ও নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান তাঁরা। এরপর কালীপূজোর রাতে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। তাই স্বভাবতই তাঁকে বাদ দিয়ে মামলা চলতে থাকে। জামিনের শর্ত মেনেই বুধবার বিচার ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে। কিন্তু গলায় অস্ত্রোপচার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তবে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়, এ দিন হাজির ছিলেন বৈশাখীও।

গত বছর নারদ সংক্রান্ত মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্তর্বর্তী জামিনের শর্ত মেনে সেই মতো গত নভেম্বরের তাঁরা হাজিরা দেন। পরবর্তী হাজিরার দিন ছিল আজ বুধবার। উল্লেখ্য ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাঁরা। দেশ ছাড়তে পারবেন না, এই শর্তেই জামিন মঞ্জুর করা হয়েছিল তিন নেতৃত্বের। জানুয়ারিতে মাসে নিশ্চিত হয় জামিন। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই তিন নেতা ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিলেন । এই মামলায় চার্জশিট পেশ করেছিল ইডি।

 

Related articles

গাজায় সাংবাদিকসহ ১৯ জনের মৃত্যু! নীরব নেতানিয়াহু

দুর্ভিক্ষপীড়িত গাজায় ফের রক্তক্ষয়ী হামলা চালাল ইজরায়েলি সেনা। সোমবার দুপুরে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে একাধিক ক্ষেপণাস্ত্র ও...

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...
Exit mobile version