Friday, November 7, 2025

বুধবার নারদ মামলায় বিচার ভবনে হাজিরা দিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম(Firhad hakim)। সেই সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baisakhi Bandopadhyay) নিয়ে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়(Shovon Chattopadhyay)। অসুস্থতার কারণে অনুপস্থিত কামারহাটির বিধায়ক।

কয়েক মাস আগেই রাজ্য জুড়ে আলোচনার শিরোনামে ছিল নারদ মামলা।বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের কিছুদিন পরেই রাজ্যের দুই হেভিওয়েট মন্ত্রী ও নেতাকে গ্রেফতার করা হয়। কিন্তু শর্ত সাপেক্ষে অন্তর্বর্তী জামিন পান তাঁরা। এরপর কালীপূজোর রাতে প্রয়াত হন সুব্রত মুখোপাধ্যায়। তাই স্বভাবতই তাঁকে বাদ দিয়ে মামলা চলতে থাকে। জামিনের শর্ত মেনেই বুধবার বিচার ভবনে হাজিরা দেওয়ার কথা বলা হয় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও মদন মিত্রকে। কিন্তু গলায় অস্ত্রোপচার হওয়ার পর শারীরিক অসুস্থতার কারণে হাজিরা দিতে পারেননি কামারহাটির বিধায়ক মদন মিত্র(Madan Mitra)। তবে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম। সেই সঙ্গে হাজিরা দিলেন শোভন চট্টোপাধ্যায়, এ দিন হাজির ছিলেন বৈশাখীও।

গত বছর নারদ সংক্রান্ত মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছিল। অন্তর্বর্তী জামিনের শর্ত মেনে সেই মতো গত নভেম্বরের তাঁরা হাজিরা দেন। পরবর্তী হাজিরার দিন ছিল আজ বুধবার। উল্লেখ্য ২০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পান তাঁরা। দেশ ছাড়তে পারবেন না, এই শর্তেই জামিন মঞ্জুর করা হয়েছিল তিন নেতৃত্বের। জানুয়ারিতে মাসে নিশ্চিত হয় জামিন। আদালতের নির্দেশ অনুযায়ী, ওই তিন নেতা ব্যাঙ্কশাল কোর্টে হাজিরা দিয়েছিলেন । এই মামলায় চার্জশিট পেশ করেছিল ইডি।

 

Related articles

পয়লা ডিসেম্বর থেকে ফের শুরু সেবাশ্রয়: সোশ্যাল মিডিয়া পোস্টে জানালেন স্বয়ং অভিষেক

শুক্রবার তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) জন্মদিন উপলক্ষে ঘাসফুলের কর্মী সমর্থকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।...

SIR কাড়ল আরও ২ প্রাণ, বিজেপির রাজনৈতিক ষড়যন্ত্রের বলি এবার কুলপি- সাঁইথিয়ায়

এসআইআরের (SIR) নামে বিজেপির (BJP) রাজনৈতিক ষড়যন্ত্র এবং ভয়ের পরিবেশ তৈরি রাজ্যে একের পর এক প্রাণ কেড়ে নিচ্ছে।...

বৃষ্টি নেই বাংলায়, ঊর্ধ্বমুখী তাপমাত্রায় অমিল কনকনে শীতের আমেজ!

!জাঁকিয়ে শীত (winter) এখনই নয়, তবে সকাল-রাতে হালকা হিমেল ছোঁয়া শিহরণ জাগাচ্ছিল বাঙালির মনে প্রাণে। শুক্রবার সকালে তাপমাত্রার...

একটি কঙ্কালের অসম্পূর্ণ প্রেমকাহিনি

জয়িতা মৌলিক ১২৯৮ বঙ্গাব্দের ফাল্গুন মাসে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) লেখা 'কঙ্কাল' ছোটগল্পটির মঞ্চনাট্যরূপ দেখলাম ১৪৩২ বঙ্গাব্দের কার্তিক মাসে,...
Exit mobile version