Tuesday, August 26, 2025

PNB Scam:দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক !

Date:

আবারও প্রকাশ্যে আর্থিক তছরুপের ঘটনা। ফের শিরোনামে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab national bank)। একটি সংস্থার নেওয়া ঋণের কারণে প্রায় ২০০০ কোটি টাকার প্রতারণার শিকার পিএনবি। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লিতে পিএনবি (PNB)এর সবথেকে বড় কর্পোরেট দফতরে।

Assembly: রাজ্যের পুলিশের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা, রাফ অ্যান্ড টাফ হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

প্রসঙ্গত এর আগেও এই ধরণের আর্থিক তছরুপের শিকার হয়ে শিরোনামে এসেছে পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (Punjab national bank)। সাম্প্রতিক অতীতে ভারতীয় হিরে ব্যবসায়ী নীরব মোদিকে (Nirav Modi)বিপুল পরিমানে অর্থ ঋণ দিয়েছিল পিএনবি। পরে জানা যায় নীরব মোদি যে জামিনদারকে(guarantor) ব্যবহার করে ঋণ নিয়েছিলেন তিনি সম্পূর্ণ ভুয়ো। কিন্তু গোটা ঘটনা সামনে আসার আগেই প্রায় ১৪০০০ কোটি টাকা ছুঁয়ে ফেলে ঋণের অঙ্ক। সেই ক্ষত শুকোনোর আগেই ফের প্রতারণার শিকার ব্যাঙ্ক। ব্যাঙ্ক সূত্রে জানা যায় ঝণ গ্রাহক সংস্থাটির নাম আইএল অ্যান্ড এফএস তামিলনাড়ু পাওয়ার। আরবিআইকে (RBI)সম্পূর্ণ তথ্য দিয়ে পিএনবি এর তরফ থেকে জানানো হয়েছে সংস্থাটি মূলত বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা, যার দফতর তামিলনাড়ুর কাড্ডালোরে। এখনও পর্যন্ত ওই সংস্থাটির জন্য তারা প্রায় ২ হাজার ৬০ কোটি ১৪ লক্ষ টাকার প্রতারণার শিকার বলেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে(Reserve Bank of India)জানিয়েছে পিএনবি। নীরব মোদি কেসের চার বছরের মধ্যেই ফের প্রতারিত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।

প্রসঙ্গত উল্লেখ্য পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এর এই ঘোষণার কিছুদিন আগেই ফেব্রুয়ারি মাসে পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক তামিলনাড়ুর সংস্থাটিকে ‘ব্যাড অ্যাসেট’ বলে ঘোষণা করেছিল। পাশাপাশি আইএল অ্যান্ড এফএসের প্রায় ১৪৮ কোটি টাকার অনুৎপাদক সম্পদের অ্যাকাউন্টকে জাল অ্যাকাউন্ট বলেও ঘোষণা করেছিল পিএসবি।এবার দু’হাজার কোটি টাকা প্রতারণার শিকার পিএনবি।

 

Related articles

ট্রাম্পের ছোঁয়া পলকাটা হিরেতে! মোদির গুজরাটেই বেকার অন্তত ১ লক্ষ শ্রমিক

বন্ধুত্বের বাহানায় বিপুল ক্ষতির মুখে গোটা দেশকে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বন্ধু ডোনাল্ড ট্রাম্পের বসানো শুল্কের...

ভয় পেয়েই কুকথা শান্তনুর! ফাঁস মতুয়াদের নিয়ে নোংরা রাজনীতি

মতুয়াদের নিয়ে রাজনীতি করতে মাঠে নেমেছিলেন খোদ নরেন্দ্র মোদি। ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে আধিপত্য কায়েমে বিজেপির নোংরা রাজনীতি দীর্ঘদিনের। ঠাকুরবাড়ির...

নীরবে প্রস্তুতি শামির, দলীপ দিয়েই কামব্যাকের লড়াই

কয়েকদিন আগে এশিয়া কাপের(Asia Cup) দল ঘোষণা হয়েছে। সেখানে সুযোগ পাননি মহম্মদ সামি(Mohammed Shami)। ভারতীয় দলে তিনি ফিরবেন...

রবি ঠাকুরের ‘কঙ্কাল’ থেকে ‘কনকচাপা’: পার্থর নাটক দেখতে ভিড় জিডি বিড়লা সভাঘরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ভাণ্ডার অবলম্বনে একের পর এক নাটক তৈরি হয়েছে— শারদোৎসব, রাজা, ডাকঘর, অচলায়তন, ফাল্গুনী, রক্তকরবী আজও...
Exit mobile version