Friday, July 18, 2025

রাজ্যের বিরোধী দলনেতা হুমকি দিয়েছিলেন বলে বুধবারই অভিযোগ ওঠে। ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই চার বিধায়কের আসন বদল। বিধানসভার (West Bengal Assembly) ভিতরে বসার জায়গা বদল করা হল পদ্ম শিবির ছেড়ে ঘাস্ফুলে যোগ দেওয়া চার জন বিধায়কের। বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস (Biswajit Das), কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়(Soumen Ray), রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী(Krishna Kalyani) এবং বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ(Tanmay Ghosh) – এনারা চার জনেই এবার বিধানসভা কক্ষেই আরও কাছে এসে গেলেন তৃণমূল বিধায়কদের।

প্রসঙ্গত গতকাল অর্থাৎ বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভায় তাঁর ভাষণ দিচ্ছিলেন তখন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াকআউট করেন। যখন তাঁরা বেরিয়ে যাচ্ছিলেন তখন শুভেন্দু অধিকারী এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীর মধ্যে কার্যত বচসা বেধে যায়। এরপরই তিনি গোটা বিষয়টি নিয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করলে, বিধানসভায় দাঁড়িয়ে, শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari) রায়গঞ্জের বিধায়কের বাড়িতে আয়কর হানার হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। বিধানসভায় কৃষ্ণ কল্যাণীর এই অভিযোগ শুনে মুখ্যমন্ত্রী জানান এটা খুবই গুরুতর অভিযোগ। এর পরিপ্রেক্ষিতে ৪ জনকেই নিরাপত্তা দিয়েছে রাজ্য।

কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, সৌমেন রায় ও তন্ময় ঘোষ বিজেপির টিকিটে গত বিধানসভা ভোটে জিতলেও, পরে দল বদল করে তৃণমূলের পতাকা হাতে নেন। তাহলে কি সেই আক্রোশ থেকেই শুভেন্দু অধিকারীর এহেন ব্যবহার? তবে এর জেরে আসন বদল। জানা যাচ্ছে ৫-এর বদলে ৬৯ নম্বর আসনে বসবেন বিশ্বজিৎ দাস, ৬ নম্বরের জায়গায় ৭০ নম্বর আসনে বসবেন কৃষ্ণ কল্যাণী, ৪৭-এর বদলে ৭১ নম্বর আসনে বসবেন সৌমেন রায়, ৬৩ নম্বরের পরিবর্তে ৭২ নম্বর আসনে বসবেন তন্ময় ঘোষ।

 

Related articles

আগ্রহ বাংলার স্বাস্থ্যব্যবস্থায়! মুখ্যমন্ত্রীর হাত শক্ত করতে রাজ্যে ফিরতে চান প্রবাসী চিকিৎসকরা 

বাংলার স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশকে পথ দেখাচ্ছে। তাই অগুনতি প্রবাসী-বাঙালি চিকিৎসক বাংলায় এসে স্বাস্থ্য পরিকাঠামোর আরও উন্নতি সাধনে...

স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ির সামনে ধর্নায় যুবতী, চাঞ্চল্য শান্তিপুরে

ষাটের দশকের উত্তম-সুচিত্রার ‘হারানো সুর’-এ যেমন স্ত্রীর লড়াইয়ে ফিরে আসে স্বামীর স্মৃতি, তেমনই বাস্তব জীবনের এক অসামঞ্জস্যপূর্ণ ও...

কাঁথিতে বিজেপি বনাম বিজেপি! বেহাল রাস্তা ঘিরে পঞ্চায়েতে হাতাহাতি, চাঞ্চল্য এলাকায়

শাসকের বিরুদ্ধে লড়াইয়ের বদলে এবার নিজের দলের মধ্যেই তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জড়াল বিজেপি। বৃহস্পতিবার কাঁথির এক পঞ্চায়েতে রাস্তার দুরবস্থা-সহ...

‘এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?’ আদালত অবমাননার মামলায় ভর্ৎসনার শিকার চাকরিপ্রার্থীরা

'এরপর কি সবাই আশাহত হলে বিচারপতিদের ছবি নিয়ে রাস্তায় নামবে?' আদালত অবমাননার মামলায় বৃহস্পতিবার ঠিক এভাবেই ভর্ৎসনার শিকার...
Exit mobile version