Sunday, August 24, 2025

Fire: পারিবারিক অশান্তির জের! মেদিনীপুরে অগ্নিকাণ্ডে শিশুর মৃত্যু, চিকিৎসাধীন অগ্নিদগ্ধ মা

Date:

স্বামীর বিরুদ্ধে বাড়িতে আগুন লাগিয়ে হত্যার চেষ্টার অভিযোগ তুলেছেন অগ্নিদগ্ধ স্ত্রী।

পারিবারিক অশান্তির জেরে মেদিনীপুরে শিশু মৃত্যুর অভিযোগ উঠল। বুধবার, রাতে মেদিনীপুরের (Medinipur) ছেড়ুয়া ব্লকের একটি গাড়িতে আগুন লাগে। স্থানীয়রা বাড়ি থেকে অগ্নিদগ্ধ একটি শিশু ও মহিলাকে উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায় তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে মেদিনীপুর মেডিক্যালে স্থানান্তরিত করা হয়। সেখানেই শিশুটির মৃত্যু ঘটে। শিশুটির মায়ের অবস্থা এখনও আশঙ্কাজনক।

সূত্রের খবর, যে বাড়িতে আগুন লেগেছে তার মালিকের নাম শেখ কাশিরুদ্দিন (Shekh Kashiruddin)। মৃত্যু হয়েছে তাঁর শিশুপুত্র আবদুল মণ্ডলের। অগ্নিদগ্ধ স্ত্রী রুকসানা বিবি (Rukhsana Bibi)। কীভাবে আগুন লাগলো সে বিষয়ে ধোঁয়াশা রয়েছে। ছেড়ুয়াতে প্রায় প্রত্যেক বাড়িতে বাজির ব্যবসা করা হয়। সেই বাজির জন্য মজুত বারুদে কোনোভাবে আগুন লেগে এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক অনুমান। তবে রুকসানার পরিবারের তরফে অভিযোগ, পারিবারিক অশান্তির জেরে এমন ঘটানো হয়েছে। বিয়ের পর থেকেই রুকসানার সঙ্গে কাশিরুদ্দিনের সদ্ভাব ছিল না। কদিন আগে থেকেই তাঁদের মধ্যে অশান্তি হয়। কাশিরুদ্দিন স্ত্রীকে মারধর করেন বলেও অভিযোগ। তার জেরেই তিনি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ। এখনও পর্যন্ত পুলিশের কাছে এ বিষয়ে কোনও অভিযোগ দায়ের হয়নি। কারণ, খতিয়ে দেখছে পুলিশ।

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...
Exit mobile version