Friday, August 29, 2025

চিনে ফের করোনার বাড়বাড়ন্ত, দেশে কড়া নজরদারির নির্দেশ কেন্দ্রের

Date:

চিনে (China) আবার করোনার (Coronavirus) বাড়বাড়ন্ত। ইতিমধ্যেই ১০ টি শহরে লকডাউন ঘোষণা করেছে। হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিন (China) ছাড়া আমেরিকা, ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, ইজরায়েলেও ওমিক্রনের (Omicron) নয়া ভ্যারিয়েন্টের (Coronavirus) দাপটে সংক্রমিতের সংখ্যা অনেকটাই বেড়েছে। একাধিক দেশে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার কারণে উদ্বিগ্ন কেন্দ্রও। দেশে যাতে করোনা সংক্রমণ বৃদ্ধি না পায়, তা নিশ্চিত করতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

বুধবারের ওই বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী আধিকারিকদের অত্যন্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। করোনা রুখতে কড়া নজরদারি জরুরি একথাও জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। পাশাপাশি জিনোম সিকোয়েন্সিং (Genome Sequencing) করার পরামর্শও দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিধানসভার ইতিহাসে এই ঘটনা ঘটেনি: বিধানসভায় বিরোধীদের আচরণে অত্যন্ত ক্ষুব্ধ স্পিকার

জানা গিয়েছে, বৈঠকে করোনা মোকাবিলার পাশাপাশি আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু করা নিয়েও আলোচনা করা হয়। আগামী ২৭ মার্চ থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবা চালু হওয়ার কথা ছিল। এখনও অবধি সেই সিদ্ধান্তে কোনও পরিবর্তন আনা হয়নি বলেই জানা গিয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৩৯ জন। গতকাল আক্রান্তের সংখ্যাটা আজকের থেকে সামান্য বেশি ছিল। একদিনে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬০ জনের। দেশে এখনও পর্যন্ত কোভিডের বলি ৫ লক্ষ ১৬ হাজার ১৩২ জন। বর্তমানে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ হাজার ৭৯৯ জন। সক্রিয় রোগীর হার কমে দাঁড়িয়েছে ০.০৭ শতাংশে। পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৪ লক্ষ ৫৪ হাজার ৫৪৬ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৪ হাজার ৪৯১ জন। সুস্থতার হার ৯৮.৭৩ শতাংশ।



Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version