Friday, November 28, 2025

“অগ্নিমিত্রা উড়ে যাবে, কেয়ার ইতিহাস-অঙ্কে জ্ঞান নেই”, বিজেপি প্রার্থীদের কটাক্ষ বাবুলের

Date:

Share post:

প্রথমে দলবদল ও তার কিছুদিনের মধ্যে সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ায় আসানসোল লোকসভা কেন্দ্রটি জনপ্রতিনিধি শূন্য হয়। এবার প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুলের ছেড়ে আসা সেই আসানসোল কেন্দ্রেই গেরুয়া শিবিরের প্রার্থী একসময় রাজ্য বিজেপিতে বাবুল ঘনিষ্ঠ নেত্রী বলে পরিচিত অগ্নিমিত্রা পাল। তাঁরা দু’জন খুব ভালো বন্ধুও ছিলেন। তাই প্রার্থী হওয়ার জন্য অগ্নিমিত্রাকে শুভেচ্ছা জানিয়েছেন বর্তমানে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বাবুল। তবে রাজনীতির ময়দানে অগ্নিমিত্রাক খোঁচা দিতে ছাড়লেন না বাবুল। অগ্নিমিত্রা প্রসঙ্গে বালিগঞ্জের তৃণমূল প্রার্থীর দাবি, ”আমার হাত ধরে রাজনীতিতে এসেছিল। তবে শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে৷”

পাল্টা অগ্নিমিত্রার দাবি, ”বাবুল সুপ্রিয়কে দেখে নয় বা তার কথা শুনে আমার রাজনীতিতে আসা নয়, নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েই সক্রিয় রাজনীতিতে পা রেখেছি। আমি মোদিজির বড় ফ্যান। বাবুল সুপ্রিয় ভালো বন্ধু হতে পারেন। তবে রাজনীতিতে উনি এখন আমার শত্রু।”

আসানসোলে তাঁর নাম বিজেপি প্রার্থী হিসেবে ঘোষিত হওয়ার পর শত্রুঘ্ন সিনহাকেও তৃণমূলের বহিরাগত প্রার্থী কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তাঁর দাবি, আসানসোলবাসী মেনে নেবে না শত্রুঘ্ন সিনহাকে। তারই পাল্টা দিয়ে বাবুল বলেন, “বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে ফের মুখিয়ে রয়েছে জনগণ। মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁর অনুপ্রেরণা। বাংলা তথা গোটা ভারতের আজ প্রধান মুখ মমতাদি। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জ দুই কেন্দ্রেই মানুষ বুঝিয়ে দেবেন তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন৷ শত্রুঘ্ন সিনহার সামনে ঝড়ের মতো উড়ে যাবে বিজেপি প্রার্থী।”

শুধু অগ্নিমিত্রা নয়, বালিগঞ্জে তাঁর প্রতিপক্ষ বিজেপি প্রার্থী কেয়া ঘোষকেও কটাক্ষ করেন বাবুল। একটি টুইটে তিনি লেখেন, “১. Over-confidence ব্যাপারটা যে খুব বিপজ্জনক, আশ্চর্য নই যে ‘কেয়া ঘোষ’ তা জানে না। ২. ইতিহাস সম্পর্কে কোনও জ্ঞান নেই তাই রাজনীতিতে একবার দল বদল করাকে ‘জামা বদলানো’র সাথে তুলনা করা যায় না তাও জানে না। ৩. অংকেও জ্ঞান সীমিতই হবে তাই ১০০% ব্যাপারটা যে কি সেটাও জানে না।” প্রসঙ্গত, বালিগঞ্জের বিজেপি প্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণার পর বাবুলকে দলবদলু, গিরগিটি বলে মন্তব্য করেছিলেন কেয়া।

আরও পড়ুন- নরওয়েতে ভেঙে পড়ল মার্কিন সেনাবাহিনীর বিমান, মৃত ৪ জওয়ান

 

spot_img

Related articles

রাতের অন্ধকারে চমক! সহকারী সভাধিপতির গাড়ির সামনে পূর্ণবয়স্ক চিতাবাঘ 

অন্ধকার ভেদ করে চমকে দিল সরাসরি চিতাবাঘ! ফাঁসিদেওয়া ব্লকের মাদাতি চা বাগানের বালাসন ডিভিশনে সরকারি কাজ সেরে ফেরার...

হাওড়ায় দুষ্কৃতী হামলা: গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে পঞ্চায়েত প্রধান

তৃণমূল পঞ্চায়েত প্রধানের উপর গুলি চালানোর ঘটনায় বৃহস্পতিবার রাতে আতঙ্ক ছড়ালো হাওড়ার সাঁপুইপাড়া বসুকাঠি পঞ্চায়েত (panchayat) এলাকায়। গুরুতর...

সংখ্যালঘু কমিশনের ভাইস–চেয়ারম্যান পদে জন বার্লা 

রাজ্যের সংখ্যালঘু কমিশনে নতুন দায়িত্ব পেলেন প্রাক্তন সাংসদ জন বার্লা। বৃহস্পতিবার সংখ্যালঘু উন্নয়ন দফতর থেকে প্রকাশিত নির্দেশিকায় জানানো...

মুম্বই নির্বাচনের আগে ১১ লক্ষ ডুপ্লিকেট ভোটার! বিজেপির বিরাট কারচুপির পর্দাফাঁস

বাণিজ্যনগরীর পুরনিগমের নির্বাচন। আর তার আগে খসড়া ভোটার তালিকা তৈরি হতেই ধরা পড়ে গেল নির্বাচন কমিশনের সঙ্গে হাত...