Friday, August 22, 2025

মাত্র তিন মিনিটে একসঙ্গে ৮০০ কর্মীকে ছাঁটাই করল ব্রিটেনের একটি জাহাজ সংস্থা। জানা গিয়েছে ব্রিটেনের প্রথম সারির একটি জাহাজ সংস্থা পি অ্যান্ড ও ফেরিজ ( P&o ferries)  জুম মিটিং-এ ৮০০ জন কর্মীকে যুক্ত করে। সেখানেই জানিয়ে দেওয়া হয় যে, তাদের কাউকেই আর সংস্থায় প্রয়োজন নেই । আজই তাদের শেষ দিন। ৮০০ জনকে একসঙ্গে চাকরি থেকে বের করে দেওয়া হয়।

এর আগে বেটার ডট কম সংস্থার সিইও বিশাল গর্গও ৩ মিনিটে ৯০০ কর্মীকে জুম মিটিংয়ে ডেকে ছাঁটাই করেছিলেন। সেই সময়ও ওই খবরে সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে গিয়েছিল । কিন্তু শেষ পর্যন্ত বেটার ডট কম ওই ৯০০ কর্মীর মধ্যে কাউকেই ফিরিয়ে নেয়নি। তাই সমালোচনার ঝড় উঠলেও এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম কিছু ঘটবে না এমনটা ধরেই নেওয়া যায়।

 

 

অভিযোগ উঠেছে ওই সংস্থা তার কর্মীদের আগাম কিছু না জানিয়েই এই সিদ্ধান্ত নিয়েছে । এর ফলে সোশ্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার মুখে পড়ে যায় সংস্থাটি। পি অ্যান্ড ও ফেরিজ -এর নামে নিন্দার ঝড় ওঠে । ঘটনাটি ঘটেছে গত ১৭ মার্চ । প্রথমেই এই খবরটি গোপনই ছিল। কিন্তু পরে তা জানাজানি হয়ে যায় । আর খবরটি চাউর হতেই সোশ্যাল মিডিয়ায় সংস্থার এহেন আচরণে নিন্দার ঝড় উঠেছে।

যদিও পি অ্যান্ড ও ফেরিজ দাবি করেছে যে, তারা এমন একটি সিদ্ধান্ত নিতে চলেছে সে ব্যাপারে কর্মীদের আগাম জানানো হয়েছিল। ওই সংস্থাটি আরও জানিয়েছে , গত দু’বছরে ২০ কোটি পাউন্ড আর্থিক ক্ষতি হয়েছে। তাই কোম্পানিকে বাঁচাতে গেলে ৮০০ কর্মীকে ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় ছিল না।ওই সংস্থার দাবি সংশ্লিষ্ট ৮০০ কর্মীকে ই মেইল, কুরিয়ার , হোয়াটসঅ্যাপ মেসেজ সবকিছু জানিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু ওই কর্মীরা নাকি সেইখবরে গুরুত্ব দিতে চাননি।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version