Thursday, August 21, 2025

Campaign: জমজমাট বাবুলের রবিবাসরীয় প্রচার, নিশানায় অধিকারী-দিলীপ

Date:

বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে জমজমাট প্রচার রবিবার। সকাল সকাল প্রচারে বেরিয়ে আড্ডার মেজাজে জনসংযোগ সারলেন তৃণমূল (TMC) প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। পাশাপাশি নিশানা করলেন বিজেপি (BJP) নেতৃত্বকেও।

প্রথমে বাবুল পৌঁছে যান পার্ক সার্কাস (Park Circus) ময়দানে। সেখানে তখন ছেলেমেয়ারা কিক বক্সিং ও ক্যারাটে প্রাকটিস করছিল। তাদের সঙ্গে প্র‍্যাকটিসে নেমে যান তৃণমূল প্রার্থী। হেভিওয়েট প্রার্থীকে ঘরোয়া মেজাজে পেয়ে খুশি তারাও।

এরপর বিভিন্ন এলাকায় ঘোরেন বাবুল। কথা বললেন সাধারণ মানুষের সঙ্গে৷ খেলাপ্রেমী বাবুল নেমে পড়েন ফুটবল নিয়ে মাঠে। সঙ্গে একদল কচিকাঁচা। এরই মধ্যে বাবুলকে স্বাগত জানান প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের (Subrata Mukherjee) বোন। উত্তরীয় পরিয়ে বলেন, এখান থেকে বিপুল ভোটে জিতবেন বাবুল। সকলে মিলে তাঁকে জেতাবেন বলে কথা দিলেন।

প্রচারে বেরিয়ে এদিন আবার পেগাসাস অধিকারী ও দিলীপ ঘোষকে একহাত নেন বাবুল সুপ্রিয়। বলেন, নির্বাচনের অনেক আগে থেকেই দলের সঙ্গে তাঁর সংঘাত চলছিল। গরুর দুধে সোনা, লাশ নামিয়ে দেব- এসব কথা মানতে পারছিলেন না। আবার ডিফেন্ডও করতে পারছিলেন না। পেগাসাস অধিকারী নিয়ে বলেন, “বড় বড় কথা না বলে আগে ওর বাবা কোন দলে আছে বলুক। পদ আঁকড়ে কেন পরে আছে৷ পদত্যাগ করে জিতে আসুক দম থাকলে।”

বাবুল চিরকালই জনসংযোগে তুখোড়। তাঁর নিজস্ব স্টাইলেই এদিন চলে জনসংযোগ ও প্রচার। ভোট বাজারে বিরোধী শিবির যখন কার্যত ধুঁকছে তখন কয়েক যোজন মাইল এগিয়ে রয়েছেন বাবুল সুপ্রিয়।

আরও পড়ুন:বাজি ফাটানোর প্রতিবাদ করায় পরীক্ষার্থীর উপর ব্লেড হামলা, ২ অভিযুক্তকে গ্রেফতার পুলিশের

 

 

Related articles

কাঞ্চনকন্যা এক্সপ্রেসের চালকের তৎপরতায় এড়াল দুর্ঘটনা, রক্ষা পেল গজরাজ

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা এড়াল যাত্রীবাহী কাঞ্চনকন্যা এক্সপ্রেস। একই সঙ্গে বাঁচলো বেশ কয়েকটি হাতির প্রাণ। রেল সূত্র খবর,...

স্বামীর সামনেই অগ্নিদগ্ধ মহিলা! বেহালায় বাড়ি থেকে উদ্ধার দেহ

বেহালার(Behala) বকুলতলায় এক বৃদ্ধার রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকা জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পর্ণশ্রী থানার (Parnashree Police Station)...

পাকিস্তানের নয়া চাল! ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে বার্তাবাহী পায়রা

মোগল আমল নয়। একবিংশ শতাব্দীতেও পায়রার পায়ে চিরকুট বেঁধে খবর আদান প্রদান করছে পাকিস্তানের জঙ্গিরা। ঠিক সেরকমই একটি...

সল্টলেকে আক্রান্ত প্রাক্তন বিচারপতির আইনজীবী ছেলে! পাল্টা অভিযোগ পুলিশেরও

আইনজীবী তথা প্রাক্তন বিচারপতির ছেলে ও নাতিকে রাস্তায় ফেলে মারের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বিধাননগর (Salt Lake)।...
Exit mobile version