Thursday, August 28, 2025

নেত্রীর নির্দেশে পঞ্জিকা মেনে শুভক্ষণে মনোনয়ন বাবুলের, দিলেন বিরোধীদের কটাক্ষেরও জবাব

Date:

হাই-প্রোফাইল বালিগঞ্জ উপনির্বাচনের জন্য সোমবার আলিপুর সার্ভে বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়। একেবারে পঞ্জিকা মেনে, শুভক্ষণ মিলিয়ে এদিন সকাল ১০টা ৩০ মিনিটে মনোনয়ন জমা দিতে আসেন বাবুল। তৃণমূলের সেলিব্রিটি প্রার্থী জানালেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সোমবার মনোনয়ন জমা দিলেন তিনি। তাঁর কথায়, ”আমি অত্যন্ত খুশি। যে সময় দলনেত্রী বলেছিলেন মনোনয়ন জমা দিতে, সেই সময়ই মনোনয়ন জমা দিচ্ছি। কোভিড বিধির জন্য স্ত্রী, সন্তানকে আনতে পারিনি। খারাপ লাগছে। আসলে আমি কোভিড বিধি ভাঙতে চাইনি। নেত্রী আজকেই মনোনয়ন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তাই আজই দিলাম।” একইসঙ্গে বাবুল দলনেত্রীর প্রতি ফের একবার কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, প্রয়াত সুব্রত মুখোপাধ্যায়ের আবেগ ও স্মৃতি জড়িয়ে রয়েছে বালিগঞ্জ কেন্দ্রে। এমন একটি জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে প্রার্থী করেছেন। তিনি কৃতজ্ঞ। নেত্রীর আস্থার মর্যাদা দেবেন।

আরও পড়ুন: Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর বিমান বিভ্রাট: কেন্দ্রকে অবস্থান জানানোর নির্দেশ হাইকোর্টের

বালিগঞ্জে বাবুল তৃণমূল প্রার্থী হওয়ার পর থেকেই গেরুয়া শিবির থেকে কটাক্ষের বন্যা বইছে। এদিন মনোনয়ন জমা দিতে এসে সেই কটাক্ষ ফুৎকারে উড়িয়ে দেন বাবুল। পাল্টা বিজেপিকে নিশানা করে তিনি বলেন, ”আমি একটা অন্য দল থেকে এসেছি। আগে যে দলে ছিলাম, তারা এখন অনেক কিছুই বলবে। ওরা আগে আয়নায় নিজেদের মুখ দেখুক। ওদের ফাঁদে পা দেব না। শুধু মানুষের জন্য কাজ করে যাব। দল বদল করা যদি অপরাধ হয়, কংগ্রেস থেকে যে এত নেতারা এসেছেন বিজেপিতে, তাদের নিয়ে কী বলবেন! আমার পাখির চোখ ১২ এপ্রিল। যখন যে দলে খেলতাম, সেখানেই সেরাটুকু দিয়েছি। এবার এই দলে খেলব, আগের থেকে ভালো খেলব সেই কনফিডেন্স আছে।”

এরপরই মনোনয়ন জমা দেওয়ার জন্য সার্ভে বিল্ডিংয়ের ভিতর চলে যান বাবুল। মনোয়ন পর্বে তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তথা দক্ষিণ কলকাতায় দলের সভাপতি দেবাশিষ কুমার এবং দু’‌জন কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় এবং সুদর্শনা ঘোষ। মনোনয়ন জমা দিয়ে বাইরে বেরিয়ে ফের একবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাবুল বলেন, “এর আগে আসানসোলে আমি চ্যালেঞ্জ নিয়ে গিয়েছিলাম। আর যা করার করে দেখিয়েছি। আমাকে সরিয়ে দেওয়ার সময়ে এটাই দেখানো হয়েছিল, বাবুল সুপ্রিয়র পারফরমেন্স খারাপ। আমি মাথা উঁচু করে থাকার লোক। তাই মেনে নিইনি। এখন পুরনো কথা উঠবে তাতে সমস্যা নেই। কারণ আমার মানসিকতায় কোনও পরিবর্তন আসবে না।’‌’




এদিন সিপিএমের নবাগত রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকেও একহাত নেন বাবুল। সেলিমকে কটাক্ষ করে বালিগঞ্জের তৃণমূল প্রার্থী বলেন, ”ওর কোন মান নেই। সিপিআইএম পিছন দিকে এগোচ্ছে। নতুনদের দায়িত্ব না দিয়ে পিছনে থাকা মানুষদের নিয়ে আসা হচ্ছে। নিজে কোনও দিন জিততে পারেন না। ওঁর কথার কোন উত্তর দেব না।”

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version