Monday, May 5, 2025

এল ক্লাসিকোয় (El Clasico)দুরন্ত জয় পেল এফসি বার্সেলোনা(FC Barcelona)। রবিবার রাতে স্যান্টিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদকে (Real Madrid)৪-০ গোলে হারাল কাতালানরা। বার্সার হয়ে জোড়া গোল আউবামেয়াং-এর। একটি করে গোল করেন রোনাল্ড আরাউজো ও ফেরান তোরেস।

একেই বলে প্রতিশোধ। রবিবার রাত যেন ছিল অনেক কিছু ফিরিয়ে দেওয়ার। জবাব দেওয়ার।রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে যেন সেই লক্ষ‍্যে নেমেছিল বার্সেলোনা। যার ফল স্বরূপ ৯০ মিনিট পর ফলাফল দাঁড়াল ঠিক এই রকম বার্সেলোনা-৪ রিয়াল মাদ্রিদ-০। রবিবার রাতে কোনভাবেই ম‍্যাচে ফিরতে পারল না লিগ শীর্ষে থাকা রিয়াল। এই জয়ের ফলে রিয়ালের বিরুদ্ধে হারের খরা কাটাল বার্সা। টানা ৫ ম্যাচে হারের পরে জয়ের মুখ দেখল কাতালান ক্লাব।

ম‍্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় বার্সা। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় তারা। ২৯ মিনিটে দেম্বেলের পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন আউবামেয়াং। ৩৮ মিনিটে বার্সাকে ২-০ গোলে এগিয়ে দেন আরাউজো। এক্ষেত্রেও গোলের পাস বাড়িয়ে দেন দেম্বেলে। সান্তিয়াগো বের্নাবাউতে বেঞ্জেমা না থাকায় আগে থেকেই চাপে ছিল রিয়াল। প্রথমার্ধে আক্রমণে গেলেও গোলের দরজা খুলতে ব‍্যর্থ হয় রিয়াল। যার ফলে প্রথমার্ধে ম‍্যাচের ফল থাকে ২-০।

এরপর দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় বার্সা।দ্বিতীয়ার্ধে মাদ্রিদের ঘাড়ে আরও একজোড়া গোল চাপিয়ে দেয় তারা। ৪৭ মিনিটে আউবামেয়াংয়ের পাস থেকে গোল করে বার্সাকে ৩-০ এগিয়ে দেন তোরেস। ৫৪ মিনিটে এবার তোরেসের পাস থেকে গোল করেন আউবামেয়াং। এরপর আক্রমণে গেলেও কোনও দলই প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি। ফলে ম্যাচ শেষ হয় ৪-০ গোলে।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version