Sunday, August 24, 2025

মনোনয়নের বাকি মাত্র ২দিন, বালিগঞ্জ-আসানসোলে এখনও প্রার্থী দিতে পারলো না কংগ্রেস

Date:

দেশজুড়ে একের পর এক নির্বাচনে ভরাডুবি। বাংলাতে আগেই শূন্য হয়েছে। সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেস এবার নিজেদের আরও অপ্রাসঙ্গিক প্রতিপন্ন করছে। রাজ্যে আসন্ন হাইভোল্টেজ জোড়া উপনির্বাচনে এখনও দলীয় প্রার্থী ঘোষণাই করতে পারল না কংগ্রেস। অথচ, মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ২৪ মার্চ। অর্থাৎ, হাতে সময় মাত্র আর ২দিন।

প্রসঙ্গত, কংগ্রেসকে পাত্তা না দিয়ে আগেই বালিগঞ্জ ও আসানসোল উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বামেরা। বালিগঞ্জ বিধানসভায় লড়বেন সিপিএমের সায়রা শাহ হালিম এবং আসানসোল লোকসভায় কাস্তে-হাতুড়ি-তারা চিহ্নের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়। কোনও আলোচনা ছাড়া বামেরা একতরফাভাবে প্রার্থী ঘোষণা করায় গোঁসা হয় অধীর চৌধুরীদের। এরপরই প্রদেশ কংগ্রেসের তরফে দুই কেন্দ্রে প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু হয়।

সূত্রের খবর, বালিগঞ্জ বিধানসভা ও আসানসোল লোকসভার উপনির্বাচনে বেশকিছু প্রার্থীর নাম ইতিমধ্যে এআইসিসি-তে পাঠানোও হয়েছে। আজ, সোমবার দিল্লি হাইকমান্ড থেকেই চূড়ান্ত অনুমোদন দেওয়ার কথা ছিল এআইসিসি নেতৃত্বর, কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত তেমন কোনও অনুমোদনের খবর নেই কারও কাছেই।

প্রদেশ কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, উপনির্বাচনে নতুন করে জোটের আলোচনা চেয়েছিল কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বামেদের সঙ্গে এ বিষয়ে কথা বলার দায়িত্ব দিয়েছিলেন রাজ্যসভার সাংসদ বর্ষীয়ান প্রদীপ ভট্টাচার্যকে। কিন্তু উপনির্বাচনে জোট আলোচনার মধ্যেই একক ভাবে দুই আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দেয় বামফ্রন্ট। যাতে জোট ফর্মুলায় ফের একবার মুখ পোড়ে কংগ্রেসের।

আরও পড়ুন- Birbhum Murder: বোমা মেরে বীরভূমের তৃণমূল উপ-প্রধানকে খুন, ঘটনাস্থলে পুলিশ

 

Related articles

ধূমকেতুর প্রশংসায় পঞ্চমুখ: পরিচালক কৌশিকের মুনশিয়ানা সৃজিতের মুখে

একের পর এক যেভাবে বাংলা চলচ্চিত্রের সব রেকর্ড ভেঙে দিয়ে এগিয়ে চলেছে 'ধূমকেতু', তাতে একটা সাস্কেস পার্টি তো...

বিচ্ছেদের ইতি! গণেশ চতুর্থীতে সস্ত্রীক দেখা দিতে পারেন গোবিন্দা

গোবিন্দা এবং সুনীতা আহুজার (Govinda & Sunita Ahuja)বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা তুঙ্গে। শুক্রবার জানা গিয়েছিল, সুনীতা নাকি বান্দ্রা আদালতে...

যা চাই তাই দেয়, টাকা পেলে দুর্বল স্বামী হতে আপত্তি নেই যিশুর!

বলিউডে ফের 'ট্রায়াল' দিতে তৈরি অভিনেতা যিশু সেনগুপ্ত (Jishu U Sengupta)। তাঁর বিচরণ এখন আর শুধু টলিপাড়ায় আটকে...

লুটের অস্ত্রে ছিনতাই, ডাকাতি! ভোটের আগে বাংলাদেশে অরাজকতা ঠেকাতে ব্যর্থ

এক বছর আগে সরকারের পালা বদলের সময়ে গোটা বাংলাদেশ জুড়ে ন্যায়ের শাসক কার্যত উড়ে গিয়েছিল। সেই সুযোগে চট্টগ্রামের...
Exit mobile version