Friday, May 16, 2025

‘বকেয়া না মেটালে কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব’, কেন্দ্রকে হুঁশিয়ারি হেমন্তর

Date:

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা। কেন্দ্রকে চিঠি দিয়েও কোনও লাভ হয়নি। যদি কেন্দ্রীয় সরকার বকেয়া টাকা না দেয় তাহলে ঘিরে ফেলা হবে কয়লাখনি। কেন্দ্রকে এমনই কড়া হুঁশিয়ারি দিলেন ঝাড়খণ্ডের (Jharkhand) মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন (Hemanta Soren)।

কয়লা সহ বিভিন্ন খাতে কেন্দ্রের কাছে বকেয়া প্রায় ১.৩৬ লাখ কোটি টাকা। এবার তার নিরিখে ঝাড়খণ্ড সরকার সাফ জানিয়ে দিয়েছে বকেয়া টাকা না মেটালে কয়লা সরবরাহ বন্ধ করে দেব। এভাবেই একেবারে কড়া হুঁশিয়ারি ঝাড়খন্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের। শুক্রবার বাজেট সেশনের শেষ পর্যায়ে এনিয়ে মুখ খোলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ”যতদিন যাবে তত এই পরিমাণ বাড়বে। যদি কেন্দ্র শেষ পর্যন্ত টাকা না দেয়, তাহলে আমাদের তা ছিনিয়ে নিতে হবে। আমাদের অধিকার যদি রক্ষিত না হয় আমরা কয়লাখনির চারদিকে ব্যারিকেড লাগিয়ে দেব।”

কেন্দ্রীয় কয়লামন্ত্রী প্রহ্লাদ যোশীকে গত ২ মার্চ চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। সেখানে কয়লা বাবদ কত টাকা কেন্দ্রের কাছে বকেয়া আছে তা তিনি উল্লেখ করেন। এবার শনিবার সেই চিঠিই প্রকাশ্যে আনলেন তিনি। বার বার কেন্দ্রীয় মন্ত্রক ও নীতি আয়োগকে বলার পরেও কোনও কাজ হচ্ছে না বলে মুখ্যমন্ত্রীর অভিযোগ।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Related articles

তৃণমূলের অভিযোগেই সিলমোহর! ভোটার তালিকা থেকে বাদ ৭,৮০০ ভুতুড়ে কার্ড 

তৃণমূল কংগ্রেসের অভিযোগ ও চাপের পর অবশেষে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। রাজ্যে প্রায় ৮ হাজার ভুতুড়ে ভোটার...

ভারত-বিরোধী তুরস্ককে ঢালাও সামরিক সাহায্য আমেরিকার

পরিকল্পিতভাবেই যেন তথাকথিত 'বন্ধু' মোদিকে বেইজ্জত করতে নেমেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পহেলগাঁও কাণ্ড ও ভারতীয় সেনার অপারেশন...

বিকাশভবনে চূড়ান্ত বিশৃঙ্খলা চাকরিপ্রার্থীদের, আহত পুলিশ

বিকাশ ভবনের সামনে চাকরিহারা শিক্ষকদের ঘেরাও অভিযানের নামে বিশৃঙ্খলা। ভেঙে ফেলা হয় বিকাশ ভবনের গেট। পাশাপাশি পুলিশ ও...

হারানোর কয়েক ঘণ্টার মধ্যেই লাখ টাকা-সহ ব্যাগ বিশেষভাবে সক্ষমকে ফেরালেন ওসি সৌভিক

পথচারী এবং যাত্রীদের সব সময় পাশে থাকে কলকাতা পুলিশ। তারই আরেক উদাহরণ বৃহস্পতিবার সন্ধেয়। হাওড়া ব্রিজ ট্রাফিক গার্ডের...
Exit mobile version