Sunday, November 9, 2025

লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

Date:

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি জানা গিয়েছে, সেখানে আজ, রবিবার প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ এখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যেখানে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দিতে পারেন তিনি।

তারপর রাতেই দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ এরপর টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে রিচমণ্ড হিলে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে। ৩১ তারিখ দার্জিলিং থেকে ফের শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল তাঁর কলকাতায় ফেরার কথা।

পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা বা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর৷

পুরসভায় পাহাড়ে অজয় এডওয়ার্ডস-এর হামরো পার্টির উত্থানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ যেখানে বিজেপি অনেকটাই চাপে। অসমর্থিত সূত্রের খবর, অজয় এডওয়ার্ডস-এর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Related articles

৮ বলে ৮ ছক্কা! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী। আর বলে আটটি...

পশ্চিমবঙ্গই সেরা পারফর্মার: এসআইআর-এ রাজ্যের সাফল্যে সন্তুষ্ট নির্বাচন কমিশন

রাজনৈতিক সংঘাত ও প্রশাসনিক টানাপোড়েনের মধ্যেও এসআইআর সংক্রান্ত সামগ্রিক কাজ এবং এনুমারেশন ফর্ম বিলির ক্ষেত্রে সবার আগে পশ্চিমবঙ্গ।...

রবিতেও ঠাকুরনগরে এলো অ্যাম্বুল্যান্স: ২১ অনশনকারীর মধ্যে অসুস্থ ৯

এসআইআর-এর প্রতিবাদে আমরণ অনশনে মতুয়া পরিবারের সদস্যরা। মতুয়া দলপতিদের অনশনের সিদ্ধান্তে সমর্থন জানিয়ে পাশে দাঁড়িয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা...

কংগ্রেসকেও সমর্থন করতে পারত RSS: অরাজনৈতিক সাজার চেষ্টা মোহন ভাগবতের!

একশো বছর উদযাপন ঘিরে রাতারাতি প্রচারের আলোয় অনেক বেশি করে আসছে আরএসএস। সেই সঙ্গে এবার প্রকাশ্যে হিন্দুত্ববাদী চিন্তাধারাকে...
Exit mobile version