Tuesday, August 26, 2025

লম্বা সফরে আজ পাহাড়ে মুখ্যমন্ত্রী, দার্জিলিংয়ে একাধিক কর্মসূচি

Date:

তৃতীয় বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এবার সব মিলিয়ে প্রায় একসপ্তাহ উত্তরবঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে প্রায় পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর।

এখনও পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি জানা গিয়েছে, সেখানে আজ, রবিবার প্রথমে শিলিগুড়ি পৌঁছবেন মুখ্যমন্ত্রী৷ এখানে উত্তরা গ্রাউন্ডে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। যেখানে একাধিক সরকারি প্রকল্পের সূচনাও করতে পারেন। সঙ্গে উপভোক্তাদের হাতে সরকারি প্রকল্পের সুবিধাও তুলে দিতে পারেন তিনি।

তারপর রাতেই দার্জিলিং পৌঁছে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর৷ এরপর টানা পাঁচদিন দার্জিলিংয়েই থাকবেন তিনি৷ মঙ্গলবার ২৯ মার্চ দার্জিলিং চৌরাস্তা মোড়ে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। দার্জিলিংয়ে রিচমণ্ড হিলে ওঠার কথা মুখ্যমন্ত্রীর। ৩০ মার্চ দার্জিলিংয়ের ম্যালে একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই মঞ্চ থেকেও একাধিক নতুন প্রকল্পের শিলান্যাস, উদ্বোধনের কথা রয়েছে বলে সূত্রের খবর। সরকারি প্রকল্পের একাধিক সুবিধা পাহাড়বাসীর হাতে তুলে দেবেন বলেও জানা যাচ্ছে। ৩১ তারিখ দার্জিলিং থেকে ফের শিলিগুড়ি নেমে আসবেন মুখ্যমন্ত্রী৷ ১ এপ্রিল তাঁর কলকাতায় ফেরার কথা।

পাহাড়ে থাকাকালীনই জিটিএ নির্বাচন নিয়ে বড় কোনও ঘোষণা বা সিদ্ধান্ত নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ একইসঙ্গে পাহাড়ের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও সাক্ষাৎ হতে পারে তাঁর৷

পুরসভায় পাহাড়ে অজয় এডওয়ার্ডস-এর হামরো পার্টির উত্থানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে৷ পুরভোট জিতে দার্জিলিং পুরসভা দখল করেছে হামরো পার্টি৷ যেখানে বিজেপি অনেকটাই চাপে। অসমর্থিত সূত্রের খবর, অজয় এডওয়ার্ডস-এর সঙ্গেও সাক্ষাৎ হতে পারে মুখ্যমন্ত্রীর।

আরও পড়ুন- আগামী সপ্তাহে ভারত বনধ, রাজ্য সচল রাখতে কড়া নির্দেশিকা নবান্নর

Related articles

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...
Exit mobile version