Tuesday, August 26, 2025

হাল ছাড়ছে না ঘাসফুল শিবির, এবার গোয়ায় পঞ্চায়েত ভোটে লড়বে তৃণমূল

Date:

আগামী মে মাসে গোয়ায় পঞ্চায়েত নির্বাচন (Goa Municipal Election 2022)। এই ভোটে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস (TMC)। গোয়ায় বিধানসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হলেও এখনই হাল ছাড়ছেনা না ঘাসফুল শিবির।‌‌

শনিবার গোয়ায় একটি বৈঠকের আয়োজন করা হয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের তরফে। ২৫ জন প্রার্থীর সঙ্গে গোয়া তৃণমূলের রাজ্য নেতারাও হাজির হয়েছিলেন বৈঠকে। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন (Derek O’Brien), সাংসদ সুস্মিতা দেব (Sushmita Dev), হরিয়ানার নেতা অশোক তানোয়ার ও তৃণমূলের গোয়ার দায়িত্বপ্রাপ্ত নেতা সৌরভ চক্রবর্তী। এছাড়াও সেই বৈঠকে হাজির ছিলেন গোয়ার প্রাক্তন দুই মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরো ও চার্চিল আলেমাও।

আরও পড়ুন: কাশ্মীরে ফের জঙ্গিদের গুলিতে নিহত পুলিশ আধিকারিক, গুরুতর জখম ১

সাংসদ সুস্মিতা বলেন, কংগ্রেসের যা শোচনীয় অবস্থা গোয়ার মানুষ ২০২৪ সালের লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসকে বিকল্প শক্তি হিসেবে বেছে নেবেন। তিনি আরও বলেন, আগামী পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের ফল ভালো হবে। অন্যদিকে, সুস্মিতা দেব, সৌরভ চক্রবর্তী ও অশোক তানোয়ারকে গোয়ার ভোট সংক্রান্ত বিষয়ে একটি রিপোর্ট তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বকে দিতে বলা হয়েছে।

বৈঠকে দলের (TMC) নেতাদের নির্দেশ দেওয়া হয়েছে, পঞ্চায়েত ভোটে (Goa Municipal Election 2022) এমন সব আসনে বাছাই করে প্রার্থী দিতে হবে, যাতে পরিশ্রমের ফসল নষ্ট না হয়। এছাড়া বৈঠকে দলের নেতাদের একটি ই-মেল আইডি দেওয়া হয়েছে বলে খবর। যেখানে তাঁরা দলকে নিজেদের অভাব-অভিযোগ এবং পরামর্শও দিতে পারবেন।



Related articles

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...

বাকস্বাধীনতাকে রক্ষাকবচ করে কনটেন্টের নামে ‘স্বেচ্ছাচারিতা’ নয়, রায় শীর্ষ আদালতের

ভিউ বাড়াতে ইউটিউবে (You Tube) অশালীন, নিষিদ্ধ কনটেন্টে না সুপ্রিম কোর্টের (Supreme Court)। শীর্ষ আদালত জানিয়েছে, এবার থেকে...

যেমন ইচ্ছে জল ছাড়ছে ডিভিসি, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

লাগাতার বৃষ্টিতে নদীগুলি বিপদসীমায় বইছে। নিচু জায়গাগুলি ভেসে গিয়েছে জলে। এর মধ্যে ডিভিসি(DVC) জল ছেড়ে আরও বিপদে ফেলার...
Exit mobile version