Sunday, August 24, 2025

বিধানসভায় শুভেন্দুর নেতৃত্বে ন্যক্কারজনক হামলা বিজেপির: ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, FIR-এর নির্দেশ

Date:

অধিবেশনের শেষ দিনে বিজেপির গুণ্ডামির জেরে উত্তাল পরিস্থিতি তৈরি হল রাজ্য বিধানসভায়(Assembly)। তৃণমূল বিধায়কদের(TMC MLA) লক্ষ্য করে হামলা চালাল বিজেপির বিধায়করা। তৃণমূল বিধায়ক অসিত মজুমদারকে ঘুষি মেরে নাক ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে ফোন করে বিধানসভার ভয়াবহ এই পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিলেন পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। ফোনে ফিরহাদ হকিমকে(Firhad Hakim) স্পিকারের কাছে অভিযোগ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এই ঘটনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারির(Shuvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে বলে জানা যাচ্ছে।

বগটুই কাণ্ডে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে সোমবার অধিবেশনের শুরুতেই বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি। তবে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের তরফে জানিয়ে দেওয়া হয়, যে তাঁরা আইনগত দিক থেকে আলোচনা চাননি। বরং বিধানসভার কাজ বিঘ্নিত হচ্ছে তাতে। ফলে সম্ভব নয়, এই নিয়ে আলোচনা। এরপর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা। কিছুক্ষণের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।সেসময় মন্ত্রী ফিরহাদ হাকিম বিষয়টি থামানোর চেষ্টা করেন। তৃণমূল বিধায়কদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন বিজেপি বিধায়করা। সূত্রের খবর, দু পক্ষের মধ্যে হাতাহাতি, চড়, কিল, ঘুষিও চলতে থাকে। সংঘর্ষের জেরে নাক ফাটে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের। তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। জানা গিয়েছে, শুভেন্দু অধিকারির ঘুষিতে নাক ফেটেছে ওই বিধায়কের। শুধু তাই নয়, ওয়েলে বিধানসভার নিরাপত্তাকর্মীদের সঙ্গেও হাতাহাতিতে জড়িয়ে পড়েন গেরুয়া শিবিরের বিধায়করা। বিধানসভায় ভাঙচুরের পাশাপাশি সেক্রেটারিয়েট টেবিলের কাগজপত্রও কেড়ে নিতে যায় বিজেপি। পাহাড় সফরে থাকা মুখ্যমন্ত্রী এই গোটা ঘটনার খোঁজ নেন ফিরহাদ হাকিমকে ফোন করে। এবং ফোনেই তিনি নির্দেশ দেন স্পিকারের কাছে গোটা ঘটনার অভিযোগ দায়ের করার। এবং শুভেন্দু অধিকারির বিরুদ্ধে এফআইআর দায়ের করারও নির্দেশ দেন তিনি।

আরও পড়ুন:Mamata Bandyopadhaya:ভাঙচুর-গুন্ডামির বিরুদ্ধে কড়া ব্যবস্থা, জানালেন মুখ্যমন্ত্রী

সব মিলিয়ে বিধানসভায় বিজেপির তরফে আজ যে ঘটনা ঘটানো হল তা নজিরবিহীন বলে মনে করছে রাজনৈতিক মহল। স্পিকার বিমান জানিয়েছেন, সোমবারের এই ঘটনায় বিধানসভার সম্পত্তির কী কী ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অশান্তি বাধানোর দায়ে বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ-সহ পাঁচ জনকে সাসপেন্ড করার কথাও ঘোষণা করেন তিনি।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version