Monday, May 5, 2025

মঙ্গলবার রাতের ম্যাচটাই ঠিক করে দেবে, কাতার বিশ্বকাপ রোনাল্ডো-হীন হবে কি না! ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে বিশ্বকাপের প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি পতুর্গাল। জিতলেই বিশ্বকাপের মুলপর্বে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু হারলে সব শেষ। কাগজে-কলমে পিছিয়ে থাকা উত্তর মেসিডোনিয়া কিন্তু ইতিমধ্যেই বড় চমক দিয়েছে ইউরোজয়ী ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে। রোনাল্ডোদেরও যে তারা কঠিন পরীক্ষার মুখে ফেলবে, সেটা আগাম আন্দাজ করাই যায়।

অন্যদিকে, আগের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগিজ শিবিরকে। কোভিড মুক্ত হয়ে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজেও। তুরস্ক ম্যাচে গোল পাননি। তবে উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন জাতীয় দলের জার্সিতে ১১৫ গোল করে ফেলা পর্তুগিজ মহাতারকা।

তবে আত্মবিশ্বাস থাকলেও তুলনামূলক ভাবে দুর্ল প্রতিপক্ষ নিয়ে আত্মতুষ্টির ছিঁটেফোটাও নেই রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের মধ্যে। মিডফিল্ডার জোয়াও মৌতিনহো কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘মিথ্যা বলব না, আমরা ভেবেছিলাম ইতালির সঙ্গে এই ম্যাচটা খেলতে হবে। কিন্তু উত্তর মেসিডোনিয়া আমাদের চমকে দিল। তাই ওদের হাল্কা ভাবে নেওয়া প্রশ্নই ওঠে না।’’ ম্যাঞ্চেস্টার সিটি তারকা তথা পর্তুগিজ ফরোয়ার্ড বের্নাডো সিলভার মন্তব্য, ‘‘উত্তর মেসিডোনিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। জার্মানি ও ইতালির মতো দলকে হারিয়েছে ওরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

 

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version