Sunday, November 9, 2025

মঙ্গলবার রাতের ম্যাচটাই ঠিক করে দেবে, কাতার বিশ্বকাপ রোনাল্ডো-হীন হবে কি না! ঘরের মাঠ এস্তাদিও দো দ্রাগাওয়েতে বিশ্বকাপের প্লে-অফে উত্তর মেসিডোনিয়ার মুখোমুখি পতুর্গাল। জিতলেই বিশ্বকাপের মুলপর্বে পৌঁছে যাবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরা। কিন্তু হারলে সব শেষ। কাগজে-কলমে পিছিয়ে থাকা উত্তর মেসিডোনিয়া কিন্তু ইতিমধ্যেই বড় চমক দিয়েছে ইউরোজয়ী ইতালিকে বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে। রোনাল্ডোদেরও যে তারা কঠিন পরীক্ষার মুখে ফেলবে, সেটা আগাম আন্দাজ করাই যায়।

অন্যদিকে, আগের ম্যাচে তুরস্কের বিরুদ্ধে ৩-১ গোলে জয় বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পর্তুগিজ শিবিরকে। কোভিড মুক্ত হয়ে জাতীয় শিবিরে যোগ দিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার পেপে। দীর্ঘদিনের বন্ধুকে পাশে পেয়ে উচ্ছ্বসিত রোনাল্ডো নিজেও। তুরস্ক ম্যাচে গোল পাননি। তবে উত্তর মেসিডোনিয়ার বিরুদ্ধে গোল করার জন্য মুখিয়ে রয়েছেন জাতীয় দলের জার্সিতে ১১৫ গোল করে ফেলা পর্তুগিজ মহাতারকা।

তবে আত্মবিশ্বাস থাকলেও তুলনামূলক ভাবে দুর্ল প্রতিপক্ষ নিয়ে আত্মতুষ্টির ছিঁটেফোটাও নেই রোনাল্ডো এবং তাঁর সতীর্থদের মধ্যে। মিডফিল্ডার জোয়াও মৌতিনহো কোনও রাখঢাক না করেই বলছেন, ‘‘মিথ্যা বলব না, আমরা ভেবেছিলাম ইতালির সঙ্গে এই ম্যাচটা খেলতে হবে। কিন্তু উত্তর মেসিডোনিয়া আমাদের চমকে দিল। তাই ওদের হাল্কা ভাবে নেওয়া প্রশ্নই ওঠে না।’’ ম্যাঞ্চেস্টার সিটি তারকা তথা পর্তুগিজ ফরোয়ার্ড বের্নাডো সিলভার মন্তব্য, ‘‘উত্তর মেসিডোনিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে নিজেদের শেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটিতেই জিতেছে। জার্মানি ও ইতালির মতো দলকে হারিয়েছে ওরা। তাই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে। আমাদের সতর্ক থাকতে হবে।’’

 

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version