Wednesday, November 12, 2025

বিধানসভায় উত্তাল পরিস্থিতির মাঝেই শাহ সাক্ষাতে ধনকড়, আলোচনার বিষয় নিয়ে জল্পনা

Date:

বগটুইকাণ্ডে রাজ্যপালের(Govornor) ভুমিকা নিয়ে প্রশ্ন তুলে জগদীপ ধনকড়ের(Jagdeep Dhankar) অপসারনের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের(Amit Shah) সঙ্গে সাক্ষাত করেছিল তৃণমূলের(TMC) প্রতিনিধি দল। এই ইস্যুতেই সোমবার বিধানসভায় যখন হিংসাত্মক পরিস্থিতি তখন অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাত করলেন বাংলার রাজ্যপাল। ধনকড়ের এহেন দরবার নিয়ে রাজ্যরাজনীতিতে শুরু হয়েছে জল্পনা। প্রশ্ন উঠছে কোন বিষয়ে আলোচনার জন্য এদিন শাহ সাক্ষাত করলেন ধনকড়?

শাহ-ধনকড়ের বৈঠকে আলোচনার বিষয় নিয়ে কিছু জানা যায়নি রাজভবন সূত্রে। এদিন রাজ্যপালের শুধু একটি টুইট প্রকাশ্যে আসে। যেখানে লেখা ছিল, “পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন।” তবে শাসক শিবিরের তরফে জানা যাচ্ছে, রামপুরহাট হত্যাকাণ্ড ও তার পরবর্তী পরিস্থিতি নিয়ে নিজের মতো করে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে ব্যাখ্যা করতেই এদিন অমিত শাহর সঙ্গে সাক্ষাত করেছেন রাজ্যপাল। এছড়াও রাজ্যের সাম্প্রতিক বেশকিছু ইস্যু নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে তাঁর। সূত্রের খবর, বিধানসভায় আজকের ন্যাক্কারজনক পরিস্থিতি নিয়েও শাহর সঙ্গে কথা বলেছেন ধনকড়।

 

আরও পড়ুন:বিধানসভার মধ্যে কীভাবে মোবাইলে ছবি তোলা হল! বিজেপি-র বিরুদ্ধে প্রিভিলেজ মোশনের সম্ভাবনা 

উল্লেখ্য, রামপুরহট কাণ্ডে অমিত শাহের সঙ্গে সাক্ষাত করে রাজ্যপালের অপসারনের দাবি জানিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েনরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুদীপ বলেন, “বীরভূমের রামপুরহাটের ঘটনার প্রেক্ষিতে আমরা বলেছি, পশ্চিমবঙ্গের রাজ্যপালকে অপসারণ করা উচিত। তাঁর কাজকর্ম সাংবিধানিক ব্যবস্থার পরিপন্থী। এর ফলে সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়াই বিপদে পড়ছে।” শুধু তাই নয়, এপ্রসঙ্গে রাজ্যপালকে লেখা মুখ্যমন্ত্রীর চিঠিও তুলে দেওয়া হয় শাহর হাতে।

Related articles

ভারতকে সমীহ টেস্টের বিশ্ব চ্যাম্পিয়নদের, স্পিন অস্ত্রেই জোর প্রোটিয়াদের

বর্তমানে টেস্টের বিশ্ব চ্যাম্পিয়ন(WTC) দক্ষিণ আফ্রিকা(South Africa)। কিন্তু ভারতে এসে গম্ভীরের দলকে হারানো যে কঠিন বিলক্ষণ জানে প্রোটিয়ারা।ভারতকে...

২০০৯-এ ডিলিমিটেশন হলে ২০০২-এর ভোটার তালিকা ধরে কেন SIR, কমিশনের সিদ্ধান্তে প্রশ্ন কল্যাণের 

নির্বাচন কমিশনের একের পর এক সিদ্ধান্তকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বুধবার...

এশিয়ার প্রথম মহিলা হিসেবে ডি-লিট মমতাকে, জানাল ওকায়ামা বিশ্ববিদ্যালয়

বাংলার মুকুটে গৌরবের পালক। এশিয়ার প্রথম মহিলা হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) সাম্মানিক ডিলিট দেওয়া হল।...

ভারতীয় শিবির ছাড়লেন তারকা অল-রাউন্ডার, ব্যাটিং গভীরতা বৃদ্ধিতে জোর

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট শুরুর দুই দিন আগে ব্যাটিং গভীরতা বৃদ্ধির মহড়ার ভারতের।বুধবার দুপুরে অনুশীলন ছিল ভারতের।...
Exit mobile version