Wednesday, August 27, 2025

GST ক্ষতিপূরণ: কেন্দ্রের উপর চাপ বাড়াতে মমতা সহ অন্যান্য মুখ্যমন্ত্রীদের চিঠি বাঘেলের

Date:

আগামী জুন মাসে শেষ হচ্ছে জিএসটি(GST) ক্ষতিপূরণের ৫ বছরের মেয়াদ। এবার তা আরও ৫ বছর বাড়াতে কেন্দ্রের কাছে আর্জি জানানোর জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ ১৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিলেন ছত্তিশগড়ের(Chattishgar) মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল(Bhupesh Baghel)।

২০১৭ সালের ১ জুলাই দেশে জিএসটি চালু হওয়ার সময় সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পরবর্তী পাঁচ বছর রাজ্যগুলির রাজস্ব ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে। ক্ষতিপূরণের সেই টাকা তুলে আনার জন্যই চালু হয় জিএসটি সেস। আগামী জুন মাসে শেষ হচ্ছে সেই মেয়াদ। এই পরিস্থিতিতে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বাঘেলের বক্তব্য, জুন মাসে শেষ হয়ে যাচ্ছে জিএসটি ক্ষতিপূরণের মেয়াদ। এর জেরে বড় ক্ষতির মুখে পড়বে উৎপাদনমুখী রাজ্যগুলি। রাজস্ব আদায় কমে গেলে রাজ্যের উন্নয়ন ও জনকল্যানমুলক কাজ ব্যহত হবে। এই পরিস্থিতিতে হয় সরকার জিএসটি ক্ষতিপুরণের মেয়াদ বাড়াক অথবা রাজ্যগুলির ঘাটতি পোষাতে বিকল্প কোনও ব্যবস্থা চালু করুক। আর এই বিষয়ে মোদি সরকারের কাছে আবেদন জানানোর জন্য ১৭ রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি দিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল। এই মুখ্যমন্ত্রীদের তালিকায় রয়েছে বিজেপি শাসিত মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, গুজরাত, কর্নাটক এবং হরিয়ানা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি রয়েছে আপ শাসিত দিল্লি ও পাঞ্জাব।

আরও পড়ুন:বিজেপি শাসিত হরিয়ানাই দেশে বেকারত্বের শীর্ষে!

উল্লেখ্য, সম্প্রতি এক সাক্ষাত্‍কারে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ সেস সংগ্রহের মেয়াদ বৃদ্ধির ইঙ্গিত দিয়েছিলেন। তবে তা মূলত বকেয়া ক্ষতিপূরণ মেটানোর জন্য। ক্ষতিপূরণের মেয়াদ বৃদ্ধির ব্যাপারে এখনও কিছু বলেননি তিনি। এদিকে ক্ষতিপূরণ বকেয়া পড়ে যাওয়া নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে একাধিক রাজ্য।

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version