Thursday, August 28, 2025

বাংলা ক্যালেন্ডারের শেষ মাসের শুরু থেকেই তপ্ত বঙ্গ। চৈত্রের প্রথমার্ধেই গা জ্বালানি গরম। উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির পূর্বাভাস (Rain forecast) থাকলেও থাকলেও দক্ষিণবঙ্গের(South Bengal) কপালে বরাদ্দ অস্বস্তি আর হাঁসফাঁস করা গরম অনুভূতি, এমন কথাই শোনাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর (Alipur Weather Department)।

সরাসরিঃউত্তরবঙ্গ সফরের তৃতীয় দিনে মুখ্যমন্ত্রী

চিন্তা বাড়িয়ে তীব্র গরমের আগাম সংকেত দিল হাওয়া অফিস। আভাস মিলেছিল মাসের শুরুতেই, নববর্ষ আসতে এখনও প্রায় এক পক্ষকাল বাকি, তার মাঝেই দাপট দেখাতে চলেছে তাপপ্রবাহ! চলতি সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শুরু হতে পারে তাপপ্রবাহ, বলছে আলিপুরের হাওয়া অফিস (Alipur Weather Department)। সোমবার এমন পূর্বাভাসই দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার নাগাদ তাপপ্রবাহের আশঙ্কা আছে পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রামে। এ সপ্তাহে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে ঝাড়খণ্ড-ওড়িশার একাংশেও বলছেন হাওয়া অফিসের কর্তারা।

পাশাপাশি,মৌসম ভবন জানাচ্ছে, রাজস্থান, হরিয়ানা-সহ উত্তর-পশ্চিমের বিস্তীর্ণ এলাকার তাপপ্রবাহ চলছে। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানান, রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস হলেই তাকে তাপপ্রবাহ বলা হবে। আশঙ্কা, এ সপ্তাহে পশ্চিমের জেলায় তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রিতে পৌঁছতে পারে।ইতিমধ্যেই বাঁকুড়ার তাপমাত্রা  প্রায় ৪০ ডিগ্রির কোঠা ছুঁয়েছে। তারপরেই আছে পানাগড় , তাপমাত্রা ৩৮.৮।এরপর পর্যায়ক্রমে আছে,

মেদিনীপুর – ৩৮°  সেলসিয়াস (সর্বোচ্চ)

ব্যারাকপুর – ৩৮°সেলসিয়াস (সর্বোচ্চ)

দমদম -৩৭.৬° সেলসিয়াস (সর্বোচ্চ)

সল্টলেক – ৩৭.৫° সেলসিয়াস (সর্বোচ্চ)

পুরুলিয়া – ৩৭.৩  সেলসিয়াস (সর্বোচ্চ)

শ্রীনিকেতন -৩৭.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কলকাতায় ৩৬.৭° সেলসিয়াস (সর্বোচ্চ)

জলপাইগুড়িতে -২৯.৫°সেলসিয়াস (সর্বোচ্চ)

শিলিগুড়ি- ২৯.২° সেলসিয়াস (সর্বোচ্চ)

কার্যত পুড়ছে বাংলা, বিশেষ করে দক্ষিণবঙ্গ। সাধারণত, জলবায়ুগত পরিসংখ্যান অনুযায়ী, মার্চের মাঝামাঝি বা শেষের দিকে মহানগরে অন্তত একটি কালবৈশাখী হয়। বিক্ষিপ্ত ঝড়বৃষ্টিও দেখা যায়। কিন্তু সেই ছবি এই বছরে প্রায় অমিল। হাওয়া অফিস সূত্রে জানা যাচ্ছে সিকিম থেকে ঝাড়খণ্ড পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে। ফলে এ সপ্তাহে দুই ২৪ পরগনা, মুর্শিদাবাদের দু’-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।কিন্তু সেই বৃষ্টি আদৌ গরমের বাড়বাড়ন্তকে আটকাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান স্বয়ং আবহাওয়াবিদরাও ।

Related articles

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...

দু’দিনেই তিন হাজার আবেদন! পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে বিপুল সাড়া

রাজ্যে ফিরেছেন কর্মসংস্থানহীন বহু শ্রমিক। তাঁদের আর্থিক সুরাহার লক্ষ্যে নবান্নের উদ্যোগে চালু হয়েছে ‘শ্রমশ্রী’ অ্যাপ। আর যাত্রা শুরুর...
Exit mobile version