টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) মঙ্গলবার থেকেই খবরের শিরোনামে। গতকাল দিনটা মঙ্গলময় হয়নি নায়িকার। ভোর বেলায় মিস করেন ফ্লাইট (Flight)তার জেরে দিনভর ঘটল নানা ঘটনা। শেষমেষ পদত্যাগ করলেন ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার (Chief Financial Officer) জিতেন চোপড়া। অনেকেই প্রশ্ন তুলছেন প্রভাবশালী তত্ত্ব কি এখানেও প্রযোজ্য?
সকালের এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইন্ডিগোতে বড় বদল! কিছুক্ষণের মধ্যেই ঘোষণা করা হয় যে ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া পদত্যাগ করেছেন। পরবর্তী সিএফও গৌরব নেগী। ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন গৌরব নেগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই পদের দায়িত্ব পেলেন। অনেকেই এই ঘটনায় প্রভাবশালী তত্ত্ব খুঁজছেন। তাহলে কি তারকা অভিনেত্রীকে বিমানে উঠতে না দেওয়ার শাস্তি পেলেন প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার? টলিপাড়া থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই এই গুঞ্জন ঘোরাফেরা করছে।