Wednesday, August 27, 2025

টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) মঙ্গলবার থেকেই খবরের শিরোনামে। গতকাল দিনটা মঙ্গলময় হয়নি নায়িকার। ভোর বেলায় মিস করেন ফ্লাইট (Flight)তার জেরে দিনভর ঘটল নানা ঘটনা। শেষমেষ পদত্যাগ করলেন ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার (Chief Financial Officer) জিতেন চোপড়া। অনেকেই প্রশ্ন তুলছেন প্রভাবশালী তত্ত্ব কি এখানেও প্রযোজ্য?

পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘায় শীঘ্রই চালু হতে চলেছে একাধিক নিয়ম
ঘটনাটা বুঝতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয়।মঙ্গলবার ভোরেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যুটিং এর জন্য কলকাতা থেকে আমেদাবাদ যাওয়ার ইন্ডিগোর (Indigo) বিমানের টিকিট ছিল তাঁর। ফ্লাইটের সময় ছিল ভোর ৫টা ২৬ মিনিট। বোর্ডিং টাইম নির্ধারিত ছিল ৪টে ৫৫মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল ৫:১০ থেকে ১২-র মধ্যেই পৌঁছেছিলেন বিমানবন্দরে বলেই দাবি করেছেন। কিন্তু বিমানে চড়তে পারেননি। প্রায় মিনিট ৪০ ধরে কথা কাটাকাটি, কান্নাকাটি সবটাই হয়েছে কিন্তু চোখের সামনে বিমান দাঁড়িয়ে থাকলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলেই জানা যায়।এরপরে অভিনেত্রী নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনা লেখেন৷ তার পরেই ইন্ডিগো কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।

সকালের এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইন্ডিগোতে বড় বদল!  কিছুক্ষণের মধ্যেই  ঘোষণা করা হয় যে ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া পদত্যাগ করেছেন। পরবর্তী সিএফও গৌরব নেগী। ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন  গৌরব নেগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই পদের দায়িত্ব পেলেন। অনেকেই এই ঘটনায় প্রভাবশালী তত্ত্ব খুঁজছেন। তাহলে কি তারকা অভিনেত্রীকে বিমানে উঠতে না দেওয়ার শাস্তি পেলেন প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার? টলিপাড়া থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই এই গুঞ্জন ঘোরাফেরা করছে।

Related articles

গণেশ চতুর্থীর সকালে খাঁড়া হাতে আগুন জ্বালালেন ‘রঘু রাজা’ দেব

পুজোয় সিনেপর্দা কাঁপাতে দোর্দণ্ডপ্রতাপ রঘু ডাকাতের (Raghu Dakat) আগমন সময়ের অপেক্ষা মাত্র। কিন্তু অনুরাগীদের কাছে নয়া মেজাজে ধরা...

মুখ পুড়ল বিরোধীদের, পুজো অনুদানে বাধা নেই জানালো হাইকোর্ট

বাংলায় দুর্গাপুজো অনুদান (Durga Puja grant) নিয়ে বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

নির্বাসনের খাঁড়া ভারতীয় ফুটবলের জন্য মাথায়, কড়া পদক্ষেপের পথে ফিফা!

ভারতীয় ফুটবলের বর্তমান-ভবিষ্যৎ নিয়ে কি ছেলেখেলা চলছে? অনিয়ম-বিশৃঙ্খলা অব্যাহত। ক্লাব ও ফুটবলারদের নিয়ে কোনও সুনিশ্চিত পরিকল্পনা নেই। ক্ষমতা...

বিপর্যস্ত বৈষ্ণোদেবীর যাত্রাপথ, ধসে মৃতের সংখ্যা বেড়ে ৩০! 

ভারী বৃষ্টি আর ধসের জেরে বুধবার সকালেও বিপর্যস্ত জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) । বন্ধ রাস্তাঘাট, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা।...
Exit mobile version