Sunday, November 9, 2025

টলিউডের অন্যতম সফল অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত(Rituparna Sengupta) মঙ্গলবার থেকেই খবরের শিরোনামে। গতকাল দিনটা মঙ্গলময় হয়নি নায়িকার। ভোর বেলায় মিস করেন ফ্লাইট (Flight)তার জেরে দিনভর ঘটল নানা ঘটনা। শেষমেষ পদত্যাগ করলেন ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার (Chief Financial Officer) জিতেন চোপড়া। অনেকেই প্রশ্ন তুলছেন প্রভাবশালী তত্ত্ব কি এখানেও প্রযোজ্য?

পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে দিঘায় শীঘ্রই চালু হতে চলেছে একাধিক নিয়ম
ঘটনাটা বুঝতে গেলে একটু ফ্ল্যাশব্যাকে যেতে হয়।মঙ্গলবার ভোরেই কলকাতা বিমানবন্দরে পৌঁছন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শ্যুটিং এর জন্য কলকাতা থেকে আমেদাবাদ যাওয়ার ইন্ডিগোর (Indigo) বিমানের টিকিট ছিল তাঁর। ফ্লাইটের সময় ছিল ভোর ৫টা ২৬ মিনিট। বোর্ডিং টাইম নির্ধারিত ছিল ৪টে ৫৫মিনিট। ঋতুপর্ণা সেনগুপ্ত গতকাল ৫:১০ থেকে ১২-র মধ্যেই পৌঁছেছিলেন বিমানবন্দরে বলেই দাবি করেছেন। কিন্তু বিমানে চড়তে পারেননি। প্রায় মিনিট ৪০ ধরে কথা কাটাকাটি, কান্নাকাটি সবটাই হয়েছে কিন্তু চোখের সামনে বিমান দাঁড়িয়ে থাকলেও তাঁকে বিমানে উঠতে দেওয়া হয়নি বলেই জানা যায়।এরপরে অভিনেত্রী নিজের স্যোশাল মিডিয়া অ্যাকাউন্টে গোটা ঘটনা লেখেন৷ তার পরেই ইন্ডিগো কর্তৃপক্ষ তাঁর কাছে ক্ষমা চেয়ে নেন।

সকালের এই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এর ইন্ডিগোতে বড় বদল!  কিছুক্ষণের মধ্যেই  ঘোষণা করা হয় যে ইন্ডিগোর (Indigo) চিফ ফিনান্সিয়াল অফিসার জিতেন চোপড়া পদত্যাগ করেছেন। পরবর্তী সিএফও গৌরব নেগী। ২০ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন  গৌরব নেগী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে এই পদের দায়িত্ব পেলেন। অনেকেই এই ঘটনায় প্রভাবশালী তত্ত্ব খুঁজছেন। তাহলে কি তারকা অভিনেত্রীকে বিমানে উঠতে না দেওয়ার শাস্তি পেলেন প্রাক্তন চিফ ফিনান্সিয়াল অফিসার? টলিপাড়া থেকে স্যোশাল মিডিয়া সর্বত্রই এই গুঞ্জন ঘোরাফেরা করছে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version