Sunday, August 24, 2025

২০২২ এর অস্কার (Oscar)পুরস্কারের মঞ্চ যেন নেটিজেনদের কাছে আলোচনার নতুন খোরাক। কারণ একটাই, এক থাপ্পর কি কিমত দুনিয়া কেয়া জানে! সত্যিই ‘রোজ কত কী ঘটে যাহা তাহা ‘, কেউ কি জানে আসল কারণ? অভিনেতা উইল স্মিথ (Will Smith) মেজাজ হারিয়ে চড় মারার মত মারাত্মক কাজটি করেছেন , সবটাই কিন্তু তাঁর স্ত্রী জাডা পিঙ্কেট (Jada Pinkett)এর কারণে।

আসানসোলে অন্তরঙ্গ নাট‍্যসন্ধ‍্যা

এই বছর অস্কারের অনুষ্ঠানে সঞ্চালকের (Anchor) ভূমিকায় ছিলেন কৌতুকশিল্পী ক্রিস রক (Chris Rock )। রসিকতার মধ্যে দিয়ে করে অস্কারজয়ীদের নাম ঘোষণা করছিলেন কৌতুকশিল্পী। হঠাৎ সবাইকে চমকে দিয়ে মঞ্চে ‌উঠে  ক্রিসকে ( Chris Rock )সপাটে চড় কষান অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তারপরই প্রকাশ্যে আসে ঘটনার আসল কারণ। জানা যায়, নিজের স্ত্রীর সম্পর্কে মস্করা শুনে মাথা ঠিক রাখতে পারেননি অস্কারজয়ী অভিনেতা স্মিথ। অ্যালোপেশিয়ায় আক্রান্ত উইলের স্ত্রী জাডা পিঙ্কেট স্মিথ। তাঁর মাথার কম চুল নিয়ে কৌতুকশিল্পী ক্রিস ‌ঠাট্টা করে বলেন, “আমি জি আই জেন-এর সিক্যুয়েলের অপেক্ষায় রয়েছি। জাডা অভিনয় করবেন তাতে।” ১৯৯৭ সালের ছবি ‘জি আই জেন’-এ নায়িকার চরিত্রে অভিনেত্রীর মাথায় চুল কম থাকা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল। সেই প্রসঙ্গ টেনে ক্রিসের এই মস্করা। যার জেরে মেজাজ হারিয়ে ক্রিসের উপরে এহেন চড়াও হন অভিনেতা।

গোটা ঘটনার কেন্দ্রবিন্দু যিনি, সেই জাডা পিঙ্কেট স্মিথ এবার নীরবতা ভাঙলেন । ইনস্টাগ্রামে লিখলেন তাঁর মনের কথা। স্বামীর কর্মকাণ্ডে সমালোচনা হচ্ছে ঠিকই, অভিনেতা নিজেও ক্ষমা চেয়েছেন, কিন্তু স্ত্রীর অপমান যে মেনে নেননি সেই বিষয়টিও উল্লেখ করছেন অনেকে। জাডা পিঙ্কেট তাঁর প্রোফাইলে লিখেছেন, ‘এ মরসুম সেরে ওঠার। সে দলে আমিও আছি।’এভাবেই কি নিজের যন্ত্রণা কাটিয়ে জয়ী হওয়ার ইঙ্গিতপূর্ণ আভাস দিলেন উইল পত্নী?

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version