Tuesday, May 13, 2025

চাপে কেন্দ্র: চণ্ডীগড়কে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করতে বিধানসভায় প্রস্তাব পাশ মানের

Date:

মুখ্যমন্ত্রী(Chief Minister) পদে বসার মাত্র ২ সপ্তাহের মধ্যেই কেন্দ্রের সঙ্গে সরাসরি সঙ্ঘাতের বার্তা দিলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান(Bhagwant Maan)। কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়কে(Chandigar) পাঞ্জাবের(Punjab) হাতে তুলে দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। শুক্রবার এই মর্মে বিধানসভায় একটি প্রস্তাবও পাশ করে আম আদমি পার্টির(AAP) সরকার।

চণ্ডীগড়কে পাঞ্জাবের অন্তর্ভুক্ত করার দাবি তুলে এদিন মান বলেন, “অতীতে দেখা গিয়েছে, কোনও রাজ্য বিভাজন করা হলে রাজধানী শহর মূল রাজ্যটিকেই দেওয়া হয়। তাই আমরাও এ বার সেই দাবি তুলছি।” বিধানসভায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বলেন, “১৯৬৬ সালের পঞ্জাব পুনর্গঠন আইনে হরিয়ানা গঠন করা হয়েছিল। পঞ্জাবের কিছু অংশ হিমাচল প্রদেশকেও দেওয়া হয়েছিল। আনুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে ভাকরা বিয়াস ম্যানেজমেন্ট বোর্ড’-এর মতো কিছু যৌথ সম্পদের পরিচালনার ব্যবস্থা করা হয়েছিল সে সময়।”

আরও পড়ুন:বিরোধী জোটে কংগ্রেসের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মমতার প্রশংসায় শিবসেনা

উল্লেখ্য, এই সমস্যার সূত্রপাত চলতি সপ্তাহে কেন্দ্রীয় সরকারের এক বিজ্ঞপ্তিকে কেন্দ্র করে। যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, চণ্ডীগড়ের সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারের কর্মচারীদের সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে। এই পরই কেন্দ্রকে তোপ দেগে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মান বলেন, রাজ্য সরকারকে সমস্যায় ফেলতেই এই ধরনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। একইসঙ্গে টুইটারে তিনি লেখেন, “কেন্দ্রীয় সরকার ধাপে ধাপে চণ্ডীগড় প্রশাসনে বাইরের কর্মীদের নিয়ে আসছে। এই পদক্ষেপ ১৯৬৬ সালের পঞ্জাব পুনর্গঠন আইনের পরিপন্থী। চণ্ডীগড়ের উপর ন্যায্য দাবির জন্য পঞ্জাব লড়াই করবে।” এই ইস্যুতেই এবার বিধানসভায় প্রস্তাব পাশ করল পাঞ্জাব সরকার।

Related articles

রাজ্যের পরিবহনে নতুন দিশা! à§§ কোটিরও বেশি যাত্রা সম্পূর্ণ ‘যাত্রী সাথী’র  

রাজ্য সরকারের উদ্যোগে তৈরি হওয়া অ্যাপ-নির্ভর ক্যাব পরিষেবা ‘যাত্রী সাথী’ ইতিমধ্যেই ১ কোটিরও বেশি সফল যাত্রা সম্পূর্ণ করেছে।...

রেকর্ড রূপান্তরকামীদের! সিবিএসই দশম-দ্বাদশের ফল প্রকাশ, এগিয়ে মেয়েরাই 

একইসঙ্গে প্রকাশিত হল সিবিএসই দশম ও দ্বাদশের ফল। পরীক্ষা শেষ হওয়ার ৩৯ দিনের মাথায় প্রকাশিত হল সেন্ট্রাল বোর্ড...

ঐতিহাসিক ১৩ মে! ১৪ বছরে মা-মাটি-মানুষের সরকার

১৩ মে। ইতিহাস গড়ার সেই অবিস্মরণীয় দিনের ১৪ বছর পূর্ণ হল। ২০১১ সালের এই দিনেই বাংলার রাজনীতিতে এক...

বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামী লিগ: গণতন্ত্রে কোপ, দাবি ভারতের বিদেশমন্ত্রকের

অন্তর্বর্তী সরকারের আমলে একাধিক স্বৈরাচারী পদক্ষেপ দেখেছে বাংলাদেশ। তাতে সর্বশেষ সংযোজন সাম্প্রতিক অতীতের সবথেকে বড় রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন...
Exit mobile version