Thursday, November 13, 2025

একজনের বিয়ে ঠিক হওয়ার পরেই চরম সিদ্ধান্ত দুই বান্ধবীর

Date:

বান্ধবীর বিয়ে ঠিকঠাক কিন্তু একে অপরকে ছেড়ে থাকবেন কীভাবে? সেই কারণেই চরম সিদ্ধান্ত নিলেন দুই বান্ধবী। একটি শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন অভিন্নহৃদয় প্রিয়াঙ্কা বর্মণ এবং দীপ্তি রায়। মৃত্যুর পর তাঁদের ঘর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট (Suicide Note) যাতে লেখা ছিল, “সরি আমাদের ক্ষমা করে দিন। আমরা একে অপরকে ছেড়ে থাকতে পারব না তাই আমরা আমাদের স্বপ্নপূরণ করলাম।”

সোমবার বিকেলে এই ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরসভার (Siliguri Municipality) ৪২ নম্বর ওয়ার্ডের ভূপেন্দ্রনগর এলাকায়। মৃতা প্রিয়াঙ্কা বর্মন এবং দীপ্তি রায় ছোটবেলার বন্ধু। প্রিয়াঙ্কা শিলিগুড়ি সারদামণি বিদ্যাপীঠ ও দীপ্তি মহানন্দা হাইস্কুলের দশম শ্রেণীর ছাত্রী। চলতি মাসেই ফাড়াবাড়ি এলাকার একটি ছেলের সঙ্গে বিয়ের ঠিক হয়েছিল দীপ্তির। অভিযোগ, তারপর থেকেই মনকষ্টে ভুগছিলেন দুজন। সেই কথা কাউকে আর বলা হল না। আত্মহত্যার দিন দীপ্তির বাড়ি যাচ্ছি বলে প্রীয়াঙ্কা বাড়ি থেকে বেরিয়ে যায়। দীপ্তি রায়ের বাড়িতে ঘটনাচক্রে এদিন কেউ ছিল না। অভিযোগ, বিকেল নাগাদ তার বাবা-মা বাড়ি ফিরে এসে দেখে দুজনে একটি শাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

আরও পড়ুন:রাজ্যের ৬ জেলায় সেঞ্চুরি ছুঁল ডিজেল, ১৪ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির

এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘটনাটিতে। অনেকেই মনে করছেন সমকামী সম্পর্কের এমন নিদারুণ পরিণতি। কারণ, সুইসাইড নোটের ধরনে দুজনের সমকামী সম্পর্কের ইঙ্গিত খুব স্পষ্ট বলেই জানা গেছে। সকলের চোখের আড়ালে কখন গভীরভাবে একে অপরকে ভালবেসে ফেলেন তাঁরা। কিন্তু এই সম্পর্কের পরিণতি কী হবে সেই আশঙ্কাতেই তাঁরা চরম সিদ্ধান্ত নেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ভক্তিনগর থানার পুলিশ। দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এমন কিছু ঘটতে পারে ভাবতে পারেনি দুই পরিবারের কেউই।



Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version