রীতিমতো সংবাদমাধ্যমকে ডেকে স্বামী মনোজিৎ মণ্ডলের (Manojit Mandal) সঙ্গে আইনত বিচ্ছেদের পথে যাওয়ার কথা জানিয়েছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (Baisakhi Banerjee)। দু’পক্ষের সম্মতিতে মনোজিতের সঙ্গে শোভনের বিশেষ বন্ধুর বিবাহবিচ্ছেদের (Divorce) রায় দিল আলিপুর জাজেস কোর্ট। এরপরেই শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee) জানিয়ে দেন, তিনি সব দায়িত্ব নিতে প্রস্তুত।
রায়দানের সময় আলিপুর জাজেস কোর্টে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাজির ছিলেন প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ও। রঙ মিলান্তি বাদ যায়নি এদিনও। সবুজ রঙের পোশাক পরে আদালতে যান শোভন-বৈশাখী। তবে, আদালতে যায়নি মনোজিৎ। বিবাহবিচ্ছেদের রায়ের পরে বৈশাখী জানান, তাঁদের মেয়ের জন্য মনোজিৎকে মাসিক টাকা দিতে আদালত নির্দেশে দিলেও তিনি সেটা নিতে চাননি। আদালত থেকে তাঁদের ডিভোর্সের কাগজ নিয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন:SSKM-এ ভর্তি হলেন অনুব্রত, ‘ইচ্ছে থাকলেও আসতে পারছেন না’, CBIকে চিঠি আইনজীবীর
আর শোভন জানান, বৈশাখী মুক্তির স্বাদ পেলেন। তিনিও অপেক্ষায় ছিলেন। “সমস্ত বিষয়ে দায়িত্ব নিতে আমি পিছ পা হব না।” এখন অবশ্য বৈশাখী শোভন বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক ওয়ালে শুধু ভূস্বর্গের ‘ফায়ার অ্যান্ড আইস’।