Saturday, November 8, 2025

“অভূতপূর্ব সাফল্য”, বিজেপির ৪২তম প্রতিষ্ঠা দিবসে দলীয় কর্মীদের শুভেচ্ছা মোদির

Date:

বিজেপি ৪২ তম প্রতিষ্ঠা দিবস সকল দলীয় কর্মীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Narendra Modi)। বুধবার দলের প্রতিষ্ঠা দিবসের বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী(Narendra Modi) তুলে ধরলেন সাম্প্রতিক সময়ে বিজেপির(BJP) অভূতপূর্ব সাফল্যের কথা।

এদিন প্রধানমন্ত্রী বলেন, এই প্রথম রাজ্যসভায় প্রথম কোনও দলের সদস্য সংখ্যা ১০০ ছাড়িয়েছে। বিজেপির নেতৃত্বে দেশ আরও শক্তিশালী হয়েছে। সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনে আমরা সাফল্য পেয়েছি। চার রাজ্যে ক্ষমতায় এসেছে দল। এ বিপুল পরিমাণ সাফল্য এনে দেওয়ার জন্য বিজেপির সব কর্মীদের আমার অভিনন্দন। দলের নেতা, কর্মীদের শুভেচ্ছা।

আরও পড়ুন:CPIM পার্টি কংগ্রেস: RSS-কে ঘায়েল করতে তাদের কৌশলই রপ্ত করতে চায় কমিউনিস্টরা

পাশাপাশি তাঁর সরকারের আমলে উন্নয়নের খতিয়ান তুলে ধরে নরেন্দ্র মোদি বলেন, “৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। লোকালকে লোকাল করার চেষ্টা চলছে। ভারতের জন্য নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে। দেশবাসী গর্ব করে বলছেন দেশ বদলাচ্ছে। ৩০ লক্ষ কোটি টাকার রপ্তানি করেছে ভারত। ১৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। দেশের উন্নয়নের জন্য পরিশ্রম করা হচ্ছে। দেশের স্বার্থকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় আমাদের সরকার। আগে দেশবাসী ভাবত যে সরকারই ক্ষমতায় থাকুক না কেন, দেশের উন্নতি হবে না। কিছু দল নিজেদের পরিবারের জন্য কাজ করে। পরিবারতান্ত্রিক দল গণতন্ত্রের শত্রু। কিছু দল এতদিন ভোটব্যাঙ্কের রাজনীতি করত।”

যদিও নরেন্দ্র মোদির এই বক্তব্যের পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী হিসেবে। মোদি সরকারের দেশে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে বিরোধীদের তরফ সে জানানো হয়েছে, মানুষের বেঁচে থাকাটাই দুর্বিষহ করে তুলেছে এই সরকার। প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য হুহু করে বেড়ে চলেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে পেট্রোল ডিজেল গ্যাসের দাম। দেশের ইতিহাসে এমনটা কখনো হয়নি। তারপরও নির্লজ্জ এই সরকার কিভাবে উন্নয়নের ঢাক পেটায়? এটা দেখেই অবাক হচ্ছেন দেশবাসী।

Related articles

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল...

আপনি কি মোটা বা সুগারের রোগী? বাতিল হতে পারে আপনার মার্কিন ভিসা

বিদেশের নাগরিকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম লাগু করল আমেরিকা। দেশের সম্পদ রক্ষা করার নামে এবার একাধিক শারীরিক...
Exit mobile version