শিলিগুড়িতে বৃষ্টি জেরেই রানওয়েতে ফাটল। বৃহস্পতিবার সকালেই বন্ধ হয়ে গেলে বাগডোগরায় উড়ান পরিষেবা। বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়িতে প্রবল বৃষ্টিপাতের হজেরে বাগডোগরা বিমানবন্দরের মেরামতির কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। যার জেরে রানওয়েতে বিমান ওঠানামা করা বিপজ্জনক হয়ে পড়ায় উড়ান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে মেরামতির কাজ।
আরও পড়ুন:মিডিয়া ট্রায়াল করতে গিয়েই কি প্রকাশ্যে আনা হচ্ছে আজগুবি ‘সূত্রের খবর’
গত কয়েকদিন ধরেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। এদিকে বাগডোগরা বিমানবন্দরে চলছে রানওয়ে মেরামতির কাজ। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে রানওয়েও। তাই সকালের দিকের সমস্ত উড়ান বাতিল করা হয়। যে বিমানগুলির বাগডোগরায় নামার কথা ছিল, সেগুলিকে কলকাতা ও অন্য জায়গায় ঘুরিয়ে দেওয়া হয়েছে। কলকাতা থেকে বাগডোগরাগামী বিমান বাতিল করা হয়।