Wednesday, November 5, 2025

বৈধ লাইসেন্স নেই । তাই দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু পুরনো মাছের বাজার বন্ধ করে দেওয়া হলো। ফলে অস্তিত্ব সঙ্কটে বহু মাছ ব্যবসায়ী । সংকটের মুখে অসংখ্য পরিবার । সম্প্রতি দক্ষিণ দিল্লি পুরনিগমের (এসডিএমসি) তরফ থেকে মাছ ব্যবসায়ীদের কাছে বৈধ লাইসেন্স চেয়ে নোটিশ পাঠানো হয়েছে কিন্তু কোনো মাছ ব্যবসায়ী লাইসেন্স দেখাতে পারেননি। ফলে তার কিছুদিন পরেই মাছ বাজার বন্ধ করে দেয় এসডিএমসি। নোটিসে কারণ দেখানো হয়েছে বৈধ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য এই পদক্ষেপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ চিত্তরঞ্জন পার্কের এই মাছের বাজারটি তৈরি করে । কারা কারা এখানে বসে ব্যবসা করতে পারবেন তার একটি বৈধ তালিকাও তৈরি করা হয়েছিল। এবং সেই অনুযায়ী তাদেরকে এই বাজারে বসতে দেওয়া হয়েছিল। কিন্তু পরে জানা গিয়েছে মাছ বিক্রি করার জন্য ওই জায়গা দেওয়া হচ্ছে তা নাকি সেই সময়কার চুক্তিপত্রে কোথাও লেখা ছিল না । মাংস বিক্রেতারা বসতে পারবেন তার উল্লেখ ছিল । কারণ মাংস খোলা জায়গায় বিক্রি করা যায় না। তাই এই বাজারে মাংস বিক্রেতারা ভেতরের দিকে বসবেন সে কথার উল্লেখ আছে। কিন্তু মাছ ব্যবসায়ীরা বসতে পারবেন তার উল্লেখ নেই । ফলে বৈধ লাইসেন্স ছাড়াই যে যেখানে যেমন জায়গা পেয়েছেন বসে মাছ ব্যবসা শুরু করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ এতদিন পরে কেন মাছ ব্যবসায়ীদের থেকে লাইসেন্স চাওয়া হচ্ছে ? যদিও দিল্লি সরকারের তরফে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা চিঠি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকে। একই সঙ্গে চিঠি পাঠানো হয়েছে দক্ষিণ অঞ্চলের জেলা প্রশাসককেও।

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version