Friday, August 22, 2025

বৈধ লাইসেন্স নেই । তাই দিল্লির চিত্তরঞ্জন পার্কের বহু পুরনো মাছের বাজার বন্ধ করে দেওয়া হলো। ফলে অস্তিত্ব সঙ্কটে বহু মাছ ব্যবসায়ী । সংকটের মুখে অসংখ্য পরিবার । সম্প্রতি দক্ষিণ দিল্লি পুরনিগমের (এসডিএমসি) তরফ থেকে মাছ ব্যবসায়ীদের কাছে বৈধ লাইসেন্স চেয়ে নোটিশ পাঠানো হয়েছে কিন্তু কোনো মাছ ব্যবসায়ী লাইসেন্স দেখাতে পারেননি। ফলে তার কিছুদিন পরেই মাছ বাজার বন্ধ করে দেয় এসডিএমসি। নোটিসে কারণ দেখানো হয়েছে বৈধ লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশ তৈরির জন্য এই পদক্ষেপ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে দিল্লি উন্নয়ন কর্তৃপক্ষ চিত্তরঞ্জন পার্কের এই মাছের বাজারটি তৈরি করে । কারা কারা এখানে বসে ব্যবসা করতে পারবেন তার একটি বৈধ তালিকাও তৈরি করা হয়েছিল। এবং সেই অনুযায়ী তাদেরকে এই বাজারে বসতে দেওয়া হয়েছিল। কিন্তু পরে জানা গিয়েছে মাছ বিক্রি করার জন্য ওই জায়গা দেওয়া হচ্ছে তা নাকি সেই সময়কার চুক্তিপত্রে কোথাও লেখা ছিল না । মাংস বিক্রেতারা বসতে পারবেন তার উল্লেখ ছিল । কারণ মাংস খোলা জায়গায় বিক্রি করা যায় না। তাই এই বাজারে মাংস বিক্রেতারা ভেতরের দিকে বসবেন সে কথার উল্লেখ আছে। কিন্তু মাছ ব্যবসায়ীরা বসতে পারবেন তার উল্লেখ নেই । ফলে বৈধ লাইসেন্স ছাড়াই যে যেখানে যেমন জায়গা পেয়েছেন বসে মাছ ব্যবসা শুরু করে দিয়েছেন। কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে হঠাৎ এতদিন পরে কেন মাছ ব্যবসায়ীদের থেকে লাইসেন্স চাওয়া হচ্ছে ? যদিও দিল্লি সরকারের তরফে এখনো কোনো সদুত্তর পাওয়া যায়নি।

এই বিষয়টি নিয়ে ব্যবসায়ীরা চিঠি পাঠিয়েছেন লেফটেন্যান্ট গর্ভনরকে। একই সঙ্গে চিঠি পাঠানো হয়েছে দক্ষিণ অঞ্চলের জেলা প্রশাসককেও।

 

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version