Friday, August 29, 2025

বড় কোনও পরিবর্তন হয় নি, তাই করোনা (Corona)নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই সাধারণ মানুষের মধ্যে। সার্বিকভাবে দেশের করোনা গ্রাফ (Cororna graph) মোটামুটি নিয়ন্ত্রণে, সক্রিয় রোগীর সংখ্যা আগের থেকে আরও কমল। তবে কিছুটা হলেও বাড়ল সংক্রমণের হার। যদিও তা নিয়ে খুব একটা উদ্বেগ প্রকাশ করার মত কারণ দেখছেন না বিশেষজ্ঞরা। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Corona)আক্রান্ত হয়েছেন ১ হাজার ১০৯ জন। পাশাপাশি দৈনিক পজিটিভিটি রেট গতকালের তুলনায় সামান্য বেড়ে হয়েছে ০.২১ শতাংশ। সারা দেশ জুড়ে এই মুহূর্তে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে হয়েছে ১১ হাজার ৪৯২জন ।

সুস্থতার হার যতই স্বস্তিদায়ক হোক, মৃত্যু নিয়ে চিন্তা কাটছে না কিছুতেই। রিপোর্ট বলছে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৩ জনের। এই নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ৫ লক্ষ ২১ হাজার ৫৪৩। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লক্ষ ২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮.৭৬ শতাংশ। যা নিঃসন্দেহে ভালো খবর।

করোনাকে জয় করে সম্পূর্ণ সুস্থতার পথে এগোচ্ছে দেশ। আর সেটা সম্ভব হচ্ছে টিকাকরনের উপর জোর আর সচেতনতা বৃদ্ধির কারণে। এখনও পর্যন্ত দেশে প্রায় ১৮৫ কোটি ৩৮ লক্ষের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গতকাল ভ্যাকসিন পেয়েছেন সাড়ে ১৬ লক্ষের বেশি। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিতকরণের দিকেও জোর দিয়ে বাড়ানো হচ্ছে করোনা পরীক্ষার গতি।

Related articles

রজতজয়ন্তীতে ডব্লিউবিএনইউজেএসকে উচ্চ প্রশংসা, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ প্রধান বিচারপতির

কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...

এসএসসি নিয়োগ পরীক্ষা পিছবে না, আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট 

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ পরীক্ষা পিছিয়ে দেওয়ার দাবিতে সুপ্রিম কোর্টে মামলা করেও লাভ হলো না কিছু প্রার্থীর। দেশের...

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...
Exit mobile version