Saturday, November 8, 2025

BJP বিরোধিতায় কংগ্রেস আন্তরিক নয়: সিপিএমের গলায় এবার তৃণমূলের সুর

Date:

জাতীয় রাজনীতির মঞ্চে তৃণমূলের(TMC) তরফে বারবার অভিযোগ তোলা হয়েছে বিজেপির(BJP) বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের(Congress) কোনওরকম স্বদিচ্ছা নেই। কংগ্রেস শীতঘুমে চলে গিয়েছে। তৃণমূলের সেই সুরেই এবার সুর মেলালো সিপিএম। শুক্রবার পার্টি কংগ্রেসের বৈঠকে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের স্বদিচ্ছা ও দায়িত্ববোধ নিয়ে কড়া ভাষায় আক্রমণ শানালেন শীর্ষ দুই বাম নেতা সীতারাম ইয়েচুরি(Sitaram Yechuri) ও প্রকাশ কারাত(Prakash Karat)।

রাজ্য ও জাতীয় মঞ্চে কংগ্রেসের সঙ্গে সিপিএমের হাত ধরাধরি প্রসঙ্গে বাংলা ও কেরল লবি আড়াআড়ি ভাগ হয়েছিল আগেই। বঙ্গ সিপিএমের কংগ্রেসের প্রতি নরম ভাব নিয়ে প্রশ্ন তুলেছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। এদিন পার্টি কংগ্রেসের দ্বিতীয় দিনের বৈঠকের শুরুতেই বিজেপি বিরোধিতার মঞ্চে কংগ্রেসের স্বদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলে দেন ইয়েচুরি। তিনি বলেন, রাজ্য ও সর্বভারতীয় দুই ক্ষেত্রকে গুলিয়ে ফেললে চলবে না। জাতীয় ক্ষেত্রে বিজেপি দেশের জন্য বিপদ। এই সাম্প্রদায়িক শক্তিকে আটকাতে কংগ্রেসকে প্রয়োজন। যদিও বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শতাব্দী প্রাচীন এই দলের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু ভোটের আগেই এদের সঙ্গে কোনও ভাবেই জোট নয়। পরে প্রয়োজন বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে। ইয়েচুরির পরই কংগ্রেসের বিরুদ্ধে সরব হৎ দেখা যায় প্রকাশ কারাতকেও। ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এক আলোচনায় তিনি বলেন, কেরলে অনেক বিষয়ে কংগ্রেস-সিপিএমের মতপার্থক্য রয়েছে। কিন্তু ধর্মনিরপেক্ষতা যখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, তখন কংগ্রেস নেতৃত্বের নীরব অবস্থান বিপদ আরও বাড়াবে। কংগ্রেস নেতৃত্বের ঘুম যত তাড়াতাড়ি ভাঙবে ততই মঙ্গল।

আরও পড়ুন:‘প্রতিবাদ করলেই অত্যাচার’, মধ্যপ্রদেশে থানায় সাংবাদিক হেনস্থায় সরব অভিষেক

প্রসঙ্গত, ‘বিপদের মুখে ধর্মনিরপেক্ষ’ শীর্ষক এই আলোচনায় উপস্থিত থাকার কথা ছিল কংগ্রেস সাংসদ শশী থারুরের। যদিও হাইকমান্ডের নির্দেশে সেখানে উপস্থিত হননি তিনি। এই ঘটনায় রীতিমতো ক্ষুব্ধ হন প্রকাশ কারাত। তিনি জানান, কংগ্রেস হাইকমান্ডের এই সিদ্ধান্তে বিজেপির বিরোধিতা ও ধর্মনিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবে। কারণ, বিজেপি সরকার ও সংঘ পরিবার দেশের ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র ও সংবিধানিক অধিকারকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস নীরব থাকলে ভবিষ্যতে ক্ষতি হবে বলেই মনে করেন কারাত।

Related articles

মতুয়া-ফায়দা লোটার চেষ্টা: অনশন মঞ্চে হঠাৎ হাজির বাম-কংগ্রেস!

বাংলার শাসকদল তৃণমূলের বিরোধিতা করাই বাংলার বাম নেতৃত্ব ও কংগ্রেসের নেতা কর্মীদের স্বভাবসিদ্ধ। বিরোধিতার পর্যায়টা এক এক সময়ে...

জন্মদিনে চরম অসৌজন্য! অভিষেককে নিয়ে বিজেপির পোস্টে সরব নেটদুনিয়া

বাংলায় বরাবর সৌজন্যের রাজনীতি দেখিয়ে এসেছে সব রাজনৈতিক দল। বাম আমলে সিপিআইএম নেতা থেকে তৃণমূল বা কংগ্রেস নেতাদের...

আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা, অনুশীলনই বন্ধ রাখল মোহনবাগান

অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে মোহনবাগানের(Mohun Bagan) সিনিয়র দলের অনুশীলন। খবর অনুযায়ী, আইএসএল নিয়ে প্রবল অনিশ্চয়তা। টেন্ডার সংক্রান্ত বিষয়...

জন্মদিনে মানুষের ভালবাসা মনে করিয়ে দেয় কর্তব্য: ভিড়ে মিশে গেলেন অভিষেক

সকাল হওয়ার অপেক্ষা নয়। রাত ১২টা বাজার অপেক্ষায় ছিল বাংলার বিপুল জনতা। জননেতা, তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...
Exit mobile version