Tuesday, August 26, 2025

মার্কিন অনুকরণে কেন্দ্রের নীতি মানতে নারাজ রাজ্য, আসছে নিজস্ব শিক্ষানীতি

Date:

নয়া শিক্ষা নীতি(Education Pollicy) এনেছে কেন্দ্রের মোদি সরকার(ModiGovt)। তবে বিদেশী অনুকরণে সেই শিক্ষানীতি মানতে একেবারেই নারাজ রাজ্য সরকার। যার জেরে রাজ্য সরকারের তরফে নতুন শিক্ষানীতি তৈরি করতে গঠন করা হল ১০ সদস্যের কমিটি। ফলস্বরুপ শিক্ষা ক্ষেত্রেও ফের একবার প্রকাশ্যে চলে এল কেন্দ্র-রাজ্য সংঘাত। নবান্ন সুত্রে জানা গিয়েছে, গায়ত্রী চক্রবর্তী স্পিভ্যাক কমিটির নেতৃত্বে রেখে সুগত বসু, সুরঞ্জন দাস, নৃসিংহ প্রসাদ ভাদুড়ি সহ ১০ জনকে নিয়ে গড়া হয়েছে এই কমিটি(New Commitee)।

শিক্ষা নীতিতে বদল এনে সম্প্রতি ২০২০-র নয়া শিক্ষানীতি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার। ইতিমধ্যেই এই শিক্ষা নীতির বিরধিতায় সরব হয়ে নয়া শিক্ষা নীতি তৈরি করেছে মহারাষ্ট্র ও কেরল সহ একাধিক রাজ্য। এবার সেই পথেই হাঁটল বাংলার সরকার। জানা গিয়েছে, কেন্দ্রের নয়া শিক্ষা নীতি মেনে বিশ্ববিদ্যাল মঞ্জুরী কমিশন একের পর এক গাইডলাইন পাঠিয়ে চলেছে। কেন্দ্রের সেই গাইডলাইন খতিয়ে দেখে রাজ্যসরকারের তরফে নিজেদের পৃথক নীতি তৈরি করা হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:অসুস্থ রাজ্যপাল এসএসকেএমে, মস্তিষ্কে এমআরআই হতে পারে

এই প্রসঙ্গে কমিটির অন্যতম সদস্য তথা বিশিষ্ট শিক্ষাবিদ নৃসিংহ প্রসাদ ভাদুড়ি বলেন, “আমাদের মনে হয়েছে, জাতীয় শিক্ষার যে নীতি, তা অনেকাংশে আমেরিকার স্কুল বা বিশ্ববিদ্যালয়য়ের নীতিকে অনুকরণ করে তৈরি করা হয়েছে।” তিনি বলেন, ভারত ১৩০ কোটির দেশ। এ দেশে এমন অনুকরণ সম্ভবত কাজ করবে না। ফলে জাতীয় শিক্ষানীতির যে যে অংশে অনুকরণ করার প্রবণতা দেখা যাচ্ছে, সেগুলির বিরোধিতা করবে রাজ্যের নয়া নীতি। আর এক শিক্ষাবিদ পবিত্র সরকার জানান, কেন্দ্রীয় শিক্ষানীতি তাঁর কাছেও খুব একটা গ্রহণযোগ্য নয়, আগেও সমালোচনা করেছেন তিনি। তাঁর মতে, রাজ্য নিজস্ব শিক্ষানীতি তৈরি করতেই পারে, কমিটিও গঠন করতে পারে, কারণ শিক্ষা বিষয়টা কেন্দ্র ও রাজ্য উভয়ের দায়িত্বে রয়েছে।

Related articles

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...

ধনধান্যে ভরে, মা এসেছে ঘরে: মুখ্যমন্ত্রীর লেখা-সুরে গান এবার দুর্গাপুজোয়

বাংলা ও বাঙালির বড় উৎসব আর পুজোর গান— এক অপূর্ব মেলবন্ধন। এখন দুর্গাপুজোয় মণ্ডপে মণ্ডপে বাজে মুখ্যমন্ত্রীর লেখা...

প্রধানমন্ত্রী বাংলা ছাড়তেই জীবনকৃষ্ণের গ্রেফতারি তৃণমূলকে অপদস্থ করার চক্রান্ত, তোপ কুণালের      

ইডির (ED) হাতে জীবনকৃষ্ণ সাহার (Jiban Krishna Saha) গ্রেফতারি আসলে তৃণমূল কংগ্রেসকে (TMC) অপদস্থ করার চক্রান্ত। প্রধানমন্ত্রী বাংলায়...

জারি উন্নয়ন, তবু ভোট কম কেন? দক্ষিণ দিনাজপুর-জঙ্গিপুর বৈঠকে প্রশ্ন তুলে বার্তা অভিষেক

বিধানসভা ভোটকে নজরে রেখে জেলাওয়ারি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। মঙ্গলবার, দক্ষিণ...
Exit mobile version