Wednesday, August 20, 2025

নববর্ষে বাঙালির জন্য উপহার। বড় পর্দায় আসছেন “মাছে ভাতে বাঙালি গোয়েন্দা” একেনবাবু( Eken babu)। এতদিন তিনি ছিলেন ছোটপর্দায় এবার বড় করে তাঁর আত্মপ্রকাশ। SVF এর প্রযোজনায় নতুন গোয়েন্দা গল্প “The একেন”। ৭ এপ্রিল কলকাতার সিক্স বালিগঞ্জ প্লেসে ( 6 Ballygunge Place)সেই ছবিরই সাংবাদিক সম্মেলন(Press Conference) হয়ে গেল। উপস্থিত ছিলেন ছবির কলাকুশলিরা। পরিচালক স্বয়ং একেন বাবুর নয়া সফরে পরিচয় করালেন তাঁর নতুন সঙ্গীদের সঙ্গে।

কথায় বলে নববর্ষ মানে আরও এক নতুন শুরু। বৈশাখের দাবদাহে আপনার জীবনের এই নতুন বছরে একটু হিমেল পরশ পেলে কেমন হয়? তাই হাজির একেনবাবু, বাপ্পাদিত্য আর প্রমথকে নিয়ে এবার তিনি শৈল শহর দার্জিলিঙে। টি গার্ডেন, কাঞ্চনজঙ্ঘা, কুয়াশায় ভেজা ভোরের প্রকৃতির রোমাঞ্চে রহস্যের ঘনঘটা। অভিনেত্রী বিপাশা মিত্রের উষ্ণতার পরশ আর মন ভালো করা সেই সরল হাসি, বাজিমাত করতে পারবেন একেন বাবু ওরফে অনির্বাণ চক্রবর্তী(Anirban Chakraborty)? একগাল হাসি নিয়ে অভিনেতা জানান, দর্শকদের প্রত্যাশা আছে তাঁদের প্রিয় একেন বাবুকে নিয়ে। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের (Joydeep Mukherjee)মুন্সিয়ানায় এবার নিজের সেরাটা উজাড় করে দিয়েছেন তিনি।

‘একেন’ পরিবারের দুই পুরনো সদস্যের মুখ বদল, বাপ্পাদিত্য আর প্রমথ। ছবিতে অভিনয় করেছেন সুহত্র মুখোপাধ্যায় (Suhotra Mukhopadhayay)এবং আর জে সোমক(RJ Somak)। এই পরিবারে সম্পূর্ণ নতুন মুখ অভিনেত্রী পায়েল সরকার(Payel Sarkar), যিনি ছবিতেও জনপ্রিয় অভিনেত্রী। অভিনয়ের মধ্যে অভিনয় কি খুব কঠিন? একগাল হেসে পায়েল বলছেন, চ্যালেঞ্জিং তো বটেই।

তিন ঘণ্টা পরে খোঁজ মিলল সল্টলেক শিক্ষানিকেতনের দুটি স্কুলবাসের, বাড়ি ফিরল পড়ুয়ারা

বড়পর্দায় একেনবাবুর আত্মপ্রকাশ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। এর আগেও তিনি ‘একেন’ সিরিজের পরিচালনার দায়িত্বে ছিলেন। গোটা টিমকে নিয়েই উচ্ছ্বসিত তিনি। ছবির টাইটেল ট্র্যাকে সিধুর গলা, ইতিমধ্যেই গান মুক্তি পেয়েছে আর চারিদিকে প্রশংসার বন্যা। ছবির সাংবাদিক সম্মেলনে দু’কলি গেয়েও শোনালেন ক্যাকটাসের সিধু। সব মিলিয়ে, নববর্ষে ‘মাছে ভাতে বাঙালি গোয়েন্দা’ আপনাকে নিয়ে তাঁর রহস্যের সফরে পাড়ি দেবেন আর তার আগেই নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন সবার সাথে।

Related articles

শোস স্টপার দেব, তবে রঘু ডাকাতের লুকসে চমক অনির্বাণের

পুজোয় মাত করবে রঘু ডাকাত। টিজার লঞ্চেই তার ইঙ্গিত পাওয়া গিয়েছে। দেবের (Dev) লুকস থেকে দেবের রঘু ডাকাত...

স্ত্রীকে খুন করে দিদিকে প্রণাম! উত্তরপাড়া থানায় আত্মসমর্পণ স্বামীর

স্ত্রীকে খুন করে থানায় আত্মসমর্পণ কোন্নগর পুরসভার প্রাক্তন কর্মী অশোক চট্টোপাধ্যায়ের। স্ত্রীর দেহ বাড়িতে রেখে দরজায় তালা দিয়ে...

বিজেপির RSS নীতির পাল্টা সংবিধান: উপরাষ্ট্রপতি পদপ্রার্থীকে সমর্থন সব বিরোধী দলের

সংসদে সংবিধানের সংশোধনের নামে সংবিধান হত্যার খেলায়ে মেতেছে কেন্দ্রের স্বৈরাচারী মোদি সরকার। তার পাল্টা সংবিধান রক্ষার লড়াই বিরোধী...

আদালতে প্রমাণ করুন: আরজিকরের মৃত চিকিৎসকের বাবার বিরুদ্ধে মানহানি মমলা কুণালের

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে জড়িয়ে রাজ্যের শাসকদল, দলের নেতাদের প্রতি কুরুচিকর মন্তব্য। মেয়ের মৃত্যু নিয়ে রাজনৈতিক ছাতার নিচে এসে...
Exit mobile version