Friday, August 22, 2025

এনসিপি(NCP) প্রধান তথা ‘মারাঠা স্ট্রংম্যান’ নামে পরিচিত শরদ পাওয়ারের(Sharad Pawar) বাড়িতে শুক্রবার হামলা চালায় একদল দুষ্কৃতী। পাওয়ারের বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। শুধু তাই নয়, পাওয়ার কন্যা সাংসদ সুপ্রিয়া সুলেকে ঘিরে ধরে তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করেন হামলাকারিরা। এই ঘটনার প্রতিবাদেই গর্জে উঠলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।

শরদ পাওয়ারের বাড়িতে এহেন হামলার ঘটনার তীব্র নিন্দা করে শনিবার টুইট করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লেখেন, “আমি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ করছি। ভারতের একজন প্রবীণ জনপ্রতিনিধির বাড়িতে হামলা হয়েছে। আমি স্বাগত জানাচ্ছি মহারাষ্ট্রের প্রশাসনের বিবৃতিকে। যেখানে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে হামলাকারীদের বিরুদ্ধে।”

পুলিশ সুত্রে জানা গিয়েছে, শুক্রবার মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের প্রায় ১০০ কর্মী দক্ষিণ মুম্বইতে শরদ পাওয়ারের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এই প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন বিক্ষোভকারীদের একটি অংশ হামলা চালায় পাওয়ারের বাড়িতে। তাঁর বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় ইট-পাথর। দুর্ব্যবহার করা হয় তাঁর কন্যা সুপ্রিয়া সুলের সঙ্গেও। বিষয়টি প্রকাশ্যে আসার পর ইতিমধ্যেই তৎপর হয়েছে মহারাষ্ট্র সরকার। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দিলীপ পাতিল জানান, “আমি ইতিমধ্যেই পুলিশ কমিশনারকে কড়া পদক্ষেপ করতে নির্দেশ দিয়েছি। যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছি।”

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version