Sunday, May 11, 2025

‘না থেকেও ভীষণভাবে’ কান্নুর পার্টি কংগ্রেসে রয়েছেন জ্যোতি বসু

Date:

সিপিএমের পার্টি কংগ্রেসে ঘুরে-ফিরে সেই জ্যোতি বসু। পার্টির নেতা থেকে আমন্ত্রিত রাজনৈতিক দলের নেতৃত্বের মুখে সেই প্রয়াত নেতার কথা । কেন্দ্র-রাজ্য সম্পর্ক নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রায় প্রতিদিনই বিরোধী রাজনৈতিক দলের মুখ্যমন্ত্রীরা ক্ষোভ জানাচ্ছেন। যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে দেওয়ার অভিযোগ মোদি সরকারের বিরুদ্ধে। আর ঠিক এই জায়গায় দাঁড়িয়েই দল এবং দলের বাইরে নেতৃত্ব জ্যোতি বসুর বক্তব্য তুলে ধরছেন। বলছেন, তিন দশক আগে থেকেই জ্যোতি বসু এই অভিযোগ করে এসেছেন। অভিযোগ এক , যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখতে হবে। দুই, বিরোধী রাজনৈতিক দলের রাজ্যেগুলিকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা যাবে না। তিন, রাজ্যের স্বার্থ সংক্রান্ত কোনও সিদ্ধান্তই রাজ্যের সঙ্গে আলোচনা না করে নেওয়া যাবে না।

আরও পড়ুন:রাজনৈতিক স্বার্থে ED, CBI-এর ব্যবহার: পার্টি কংগ্রেসে মমতার সুরে সরব ২ মুখ্যমন্ত্রী

ঠিক এই পরিস্থিতি ফিরে এসেছে ২০২২-এ। একই অভিযোগ তুলছেন কেরলের মুখ্যমন্ত্রী বিজয়ন থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন ছাড়াও তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীও।পার্টি কংগ্রেসের একটি সেমিনারে বিজয়ন এবং স্ট্যালিন মোদি সরকারের স্বেচ্ছাচারিতার কথা বলতে গিয়ে জ্যোতি বসুর প্রসঙ্গ তুলে আনেন। দু’জনই বলেন,সেদিন যা ঘটেছিল, আজও তাই ঘটছে। ঘটনার পুনরাবৃত্তি । জ্যোতি বসু দুরদর্শি ছিলেন, তাই তিন দশক আগে আওয়াজ তুলেছিলেন। আজ আমাদের সেই একই অভিযোগ তুলতে হচ্ছে। এমনকি রাজ্যপালদের রাজনীতিকরণ নিয়ে বাংলার প্রয়াত মুখ্যমন্ত্রী এক রাজ্যপাল সম্বন্ধে মন্তব্য করেছিলেন,’ইনি গণতন্ত্রকে কলুষিত এবং পদদলিত করছেন’। আজ বাংলা থেকে কেরল কিংবা তামিলনাড়ু, সব জায়গাতেই বিরোধী রাজনৈতিক দলের সরকারকে নানাভাবে অপদস্ত করছেন রাজ্যপালরা।

ঘুরে-ফিরে সম্মেলন মঞ্চ থেকে সম্মেলন মঞ্চের বাইরে , জ্যোতি বসু না থেকেও না থেকেও রয়ে গিয়েছেন।

Related articles

ভারতের আগেই সংঘর্ষ বিরতি ঘোষণা আমেরিকার! সংসদের আলোচনা দাবি কংগ্রেসের

পহেলগাম হামলা পরবর্তী পরিস্থিতিতে ভারতের পক্ষ থেকে কী পদক্ষেপ, দেশের নাগরিকদের প্রতিনিধিদের দায়িত্ব পালনে কী পদক্ষেপ নিচ্ছেন, তা...

বিরাটকে বোঝাতে প্রাক্তন ক্রিকেটারের ওপর দায়িত্ব বিসিসিআইয়ের!

রোহিত শর্মার(Rohit Sharma) পর এবার কী বিরাট কোহলি(Virat Kohli) অবসরের পথে। গত শনিবার থেকে হঠাত্ই শুরু হয়েছে এই...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১১ মে (রবিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.০১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৮২ টাকাদিল্লিতে লিটার প্রতি...

সংঘর্ষ বিরতি লঙ্ঘন: মেঘের আড়ালে চিন! দাদাগিরি জারি আমেরিকার

শনিবার বিকালে আচমকাই সংঘর্ষ বিরতি। তাও সেটা ঘোষণা করলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। তিনঘণ্টার মধ্যে সেই চুক্তি ভেঙেও...
Exit mobile version