Sunday, November 2, 2025

এক ঝলকে ছবিটা দেখলে চমকে যাবেন আমজনতা। মনে হবে ফটোশপে এডিট করা নয় তো? কিন্তু না, বাস্তবেই সিপিআইএম (CPIM)এর মিছিলে দেখা গেল দেবকে(Dev)। ঝলক সামনে আসতেই বিতর্ক দানা বাঁধার আশঙ্কা ছিল বটে। কিন্তু সম্পাদকমশাই অত্যন্ত দক্ষতার সঙ্গেই ট্রেলারের দৃশ্য বেছে ছিলেন। কিন্তু এবার পুরো গান এল সামনে আর সেখানে প্রায় ১০ সেকেন্ড দেখা গেল তৃণমূল সাংসদকে(TMC MP) বিরোধী দলের মিছিলে। তবে কি সত্যিই দিদির দল ছাড়লেন সাংসদ? দিদি ঘনিষ্ঠ দেব(Dev) এর মুখে কিশমিশ (Kishmish)মাখানো মিষ্টি হাসি। সবটাই যে ছবির প্রমোশন!

৪ নম্বর মহিম হালদার স্ট্রীট, কলকাতা ৭০০০২৬- এই হল ঠিকানা, এখানেই আছে সেই মুদির দোকান গনেশ ভাণ্ডার। এই দোকানেই আজকাল বসছেন দেব, কিন্তু কেন? সবটাই “কিশমিশ” (Kishmish) এর কেরামতি। এপ্রিলের শেষেই বড় পর্দায় দেব (Dev) আর রুক্মিণীর(Rukmini) দুষ্টু মিষ্টি প্রেমের ছবি “কিশমিশ”। আর সেই ছবিতেই লাল পতাকায় বিশ্বাসী দেব, অন্তত এখনও পর্যন্ত অরিজিৎ সিং এর গাওয়া গান ‘অবশেষে’ সেই কথাই বলছে। গানের দৃশ্য অত্যন্ত যত্ন নিয়ে শ্যুট করেছেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। গানের দৃশ্যে পুরনো কলকাতাকে দেখতে পাবেন দর্শক। খড়খড়ি দেওয়া জানলা, ভেঙে পড়া পুরনো দেওয়াল, শহরের অলিগলি, আর এসবের মাঝে তরুণ তরুণীর ঠোঁটে ঠোঁট – যেন নস্টালজিয়া গানের প্রতিটি পরতে।এই ছবিতে নিজেকে নানা ভাবে ভেঙেছেন গড়েছেন সাংসদ অভিনেতা দেব। টলিউডের বহু তারকা এই ছবিতে ক্যামিও করেছেন। পুরনো কলকাতা আর নতুন কলকাতা, প্রেম ভালোবাসা, বিরহ বিচ্ছেদ সব নিয়ে ২৯ এপ্রিল বড়পর্দায় আসছে “কিশমিশ”(Kishmish)।

ছবির প্রোমোশনে কোনও খামতি রাখতে চান না প্রযোজক অভিনেতা দেব। ১০ এপ্রিল রবিবাসরীয় সকালে কলকাতার মেট্রো (Kolkata Metro)সফরে টিম কিশমিশ। ছবি মুক্তির আগে মেট্রোয় প্রচার সারলেন দেব ও রুক্মিনী(Dev & Rukmini)। তাঁদের সঙ্গে কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে যতীন দাস পার্ক পর্যন্ত ছিলেন খরাজ মুখোপাধ্যায়,কমলেশ্বর মুখোপাধ্যায়, ছবির পরিচালক রাহুল মুখোপাধ্যায় ও অন্যান্যরা। অনুরাগীদের দাবি মিটিয়ে দেদার ছবি তুললেন দেব আর রুক্মিণী। ঠিক কত বছর পর মেট্রো চড়লেন সাংসদ? অভিনেতা জানাচ্ছেন প্রায় বছর ৭-৮ হবে। রুক্মিণীকে পাশে নিয়েই দেব জানান কলকাতার মেট্রো সকলের গর্ব তাই মেট্রো চড়া খুব পছন্দ করেন দুজনেই, তবে কাজের তাগিদেই আর সেভাবে মেট্রোতে ওঠা হয় না। কিন্তু প্রোমোশনের ভাবনা আর অভিনবত্ব কলকাতা মেট্রো ছাড়া সম্ভব ছিল না বলছেন যুগলেই। রংবাহারি পোশাকে টিনটিন(Dev) আর রোহিণী (Rukmini) আপাতত ব্যস্ত “কিশমিশ” এর মানে খুঁজতে, মনের মতো উত্তর পাবেন কি, সেকথা বলবে আগামি সময়।

Related articles

মোলিনাকে নিয়ে ধীরে চলো নীতি, বিকল্প কোচের তালিকায় কারা?

কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে...

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই...

মঞ্চে সাউন্ডচেকের সময় ঝামেলা, পেশাদারিত্ব নিয়ে সোশ্যাল মিডিয়ায় তরজা জোজো – পৌষালীর!

একই মঞ্চে অনুষ্ঠান করতে গিয়ে দুই জনপ্রিয় শিল্পীর সাউন্ড টিমের ঝামেলার জেরে সোশ্যাল মিডিয়ায় দুই গায়িকার (Female Singers)...

মেক্সিকোর মার্কেটে বিস্ফোরণ, মৃত ২৩ শিশু! আহত অন্তত ১১

মেক্সিকোর সোনোরা প্রদেশের হারমোসিলো শহরের সুপার মার্কেটে ভয়াবহ বিস্ফোরণের (supermarket explosion in mexico) জেরে ২৩ জন শিশুর মৃত্যুতে...
Exit mobile version