Sunday, May 18, 2025

জিডি বিড়লা , অশোক হল হায়ার সেকেন্ডারি স্কুল ফর গার্লস এবং মহাদেবী বিড়লা এই তিনটি স্কুলের দরজা ফের খুলে দেওয়া হল সোমবার থেকে । কিন্তু জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিভাবকদের একাংশ পড়ুয়াদের প্রতি স্কুলের এই বৈষম্যমূলক এবং পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ নিয়ে আদালতের দ্বারস্থ হতে চলেছেন বলে খবর ।

ফি নিয়ে বিরোধের জেরে লকডাউন এর পরে খুলে আবারো বন্ধ হয়ে গিয়েছিল এই তিনটি প্রতিষ্ঠান। জিডি বিড়লা স্কুলে ফি নিয়ে বৈষম্য চরমে উঠল । সোমবার থেকে যে পড়ুয়ারা ফি দিয়েছে তাদের জন্য হলুদ রঙের আইডেন্টিটি কার্ড দিয়েছে স্কুল কর্তৃপক্ষ। কিন্তু যে পড়ুয়াদের ফি বাকি আছে বলে দাবি স্কুল কর্তৃপক্ষের তারা কী করবে কবে থেকে আসবে তা নিয়ে কোনো উত্তর দেয়নি স্কুল। অভিভাবকদের দাবি আদালতের নির্দেশ অনুযায়ী ৮০% ফি জমা দেওয়া হয়েছে । কিন্তু স্কুল কর্তৃপক্ষ তা মানতে নারাজ। তাই স্কুল কর্তৃপক্ষের দাবি পড়ুয়ারা পুরো ফি জমা করে নি । কিন্তু এভাবে পড়ুয়াদের মধ্যে বৈষম্য তৈরির চেষ্টার অভিযোগে আদালতের দ্বারস্থ হতে চলেছেন অবিভাবকরা । কারণ ফি -বিরোধ নিয়ে প্রতিটি বেসরকারি স্কুলকে আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে। আদালত বলে দিয়েছে ফি নিয়ে বিরোধিতা হলেও পড়ুয়াদের শিক্ষার অধিকার যেন লঙ্ঘিতনা হয়। পড়ুয়াদের সঙ্গে স্কুল কর্তৃপক্ষ কোনভাবেই অভব্য আচরণ করতে পারবে না । পড়ুয়াদের প্রতি স্কুল কর্তৃপক্ষের বৈষম্যমূলক আচরণ আদালত বরদাস্ত করবে না। অথচ জিডি বিড়লা স্কুল সেই আচরণগুলোই করে চলেছে। ফলে জিডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে কোর্টে মামলা দায়ের হতে চলেছে।

 

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version