Sunday, August 24, 2025

Rajasthan Royals: অশ্বিনের রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস

Date:

রবিবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে রবিচন্দ্রন অশ্বিনের ( Ravichandran Ashwin) রিটায়ার্ড আউট নিয়ে এবার আসরে নামল রাজস্থান রয়‍্যালস (Rajasthan Royals)। কেন হঠাৎ অশ্বিনকে তুলে নেওয়া হল, তা নিয়ে সোমবার দলের পক্ষ থেকে তার ব্যাখ্যা দিলেন কোচ কুমার সাঙ্গাকারা এবং অধিনায়ক সঞ্জু স্যামসন।

রবিবার লখনউয়ের বিরুদ্ধে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে রিটায়ার্ড আউট হন অশ্বিন। রাজস্থানের ইনিংসের ১৯ তম ওভারে অপরাজিত থাকা অভিজ্ঞ অফ স্পিনারকে সাজঘরে ডেকে নেওয়া হয় দলের পক্ষ থেকে। এরপরই শুরু হয় বিতর্ক। কেন অশ্বিনকে তুলে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে ক্রিকেট বিশ্ব। এরপরই আসরে নামে রাজস্থান রয়‍্যালস। সোমবার দলের পক্ষ থেকে অশ্বিন বিতর্ক নিয়ে ব‍্যাখ‍্যা দিলেন সাঙ্গাকারা এবং সঞ্জু স‍্যামসন।

অশ্বিনকে তুলে নেওয়া নিয়ে সাঙ্গাকারা বলেন,” আমরা ঠিক যখন এটা নিয়ে আলোচনা করছিলাম, তখনই দেখলাম অশ্বিন নিজেই মাঠ থেকে একই কথা বলছে। ও যে ভাবে পরিস্থিতি সামলেছে, সেটা অনবদ্য। চাপের মুখে ১০ ওভারে ব্যাট করতে নেমে দলের ১৯তম ওভার পর্যন্ত খেলে গিয়েছে। শেষ পর্যন্ত রিটায়ার্ড আউট হয়ে স্বার্থত্যাগ করে নিজের উইকেট দিয়ে এসেছে। এখানেই শেষ নয়। মাঠে নেমে দুর্দান্ত বল করেছে। গোটা ব্যাপারটা অসাধারণ। এক কথায় অনবদ্য।”

দলের অধিনায়ক সঞ্জু স‍্যামসন বলেন,” পুরোটাই দলগত সিদ্ধান্ত। আমরা নতুন নতুন জিনিস আনার চেষ্টা করছি। এই বিশেষ পরিকল্পনা নিয়ে আমরা এবারের আইপিএল শুরুর আগে থেকেই আলোচনা করেছিলাম। সেরকম পরিস্থিতি যদি তৈরি হয়, আমাদের সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আর আমরা সেটাই করেছি।”

আরও পড়ুন:Sanju Samson: লখনউয়ের বিরুদ্ধে জিতে বোলারদের প্রশংসায় সঞ্জু

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version