Tuesday, May 6, 2025

হাইকোর্টের গোলমাল থেকে নারী নির্যাতন- মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের, আজই দেখা করার আর্জি

Date:

ফের রাজ্যের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক চেয়ে চিঠি পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankar)। চিঠিতে আজই দেখা করতে চেয়েছেন তিনি। চিঠিটি যথারীতি নিজের টুইটার হ্যান্ডেলে (Tewwter Handle) পোস্ট করেন ধনকড়। সেখানে তিনি লেখেন, কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) আইনজীবীদের মধ্যে গোলমাল এবং রাজ্যে নারী সুরক্ষা-সহ একাধিক বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে আলোচনা করতে চান রাজ্যপাল।

চিঠিতে রাজ্যপাল লেখেন, কলকাতা হাইকোর্ট চত্বরে আইনজীবীদের গোলমাল এবং রাজ্যে পরপর নারী নির্যাতন নিয়ে তিনি উদ্বিগ্ন। “আপনি নিশ্চয়ই মানবেন যে, আইনের দ্বারস্থ হওয়ার পথ রুদ্ধ হলে তা গণতন্ত্রের কফিনে শেষ পেরেক পোতা হয়ে যায়।“

রাজ্যপালের সব বিষয়ে মন্তব্য এবং তার টুইট নিয়ে এবার কটাক্ষ করেছে বিজেপি-ই। ধনকড়ের আচরণ গেরুয়া শিবিরের নেতার মতো বলে অভিযোগ তৃণমূল-কংগ্রেস-বামেদের। কিন্তু সেই বিজেপিই ধনকড়ের আচরণে ক্ষুব্ধ। তবে, ফের টুইট করে প্রশাসনিক প্রধানের সঙ্গে দেখা করার আর্জি প্রকাশ করলেন সাংবিধানিক প্রধান। শুধু তাই নয়, আজই দেখা করা ইচ্ছে প্রকাশ করেন তিনি। অথচ নারী নির্যাতনের ঘটনা দ্রুত পদক্ষেপের নির্দেশ আগেই দিয়েছেন মমতা। রং না দেখে একের পর এক গ্রেফতার হচ্ছে। তার পরেও কী কারণে তিনি এই ধরনের চিঠি লিখছেন তা নিয়ে প্রশ্ন উঠছে। পাশাপাশি, উত্তর প্রদেশের উন্নাও বা হাথরাসের ঘটনার সময় একটি শব্দও উচ্চারণ করতে দেখা যায়নি ধনকড়কে। অথচ রাজ্যের কোনও ঘটান ঘটলেই তা নিয়ে শোরগোল করে বাংলাকে ছোট করার প্রবণতা রয়েছে তাঁর- অভিযোগ রাজ্যের শাসক-বিরোধী সবার।

 

Related articles

বাংলার বাড়ি প্রকল্পে বড় পদক্ষেপ, মে মাসেই দ্বিতীয় কিস্তি পাচ্ছেন ১২ লক্ষ উপভোক্তা

রাজ্য সরকারের ‘বাংলার বাড়ি’ প্রকল্পে আসছে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি মে মাসেই এই প্রকল্পের ১২ লক্ষ উপভোক্তার হাতে পৌঁছে...

ধোনিকে নিয়ে চিন্তিত নয় নাইট শিবির, ব্যাটারদের নিয়ে আত্মবিশ্বাসী পন্ডিত

আইপিএলের(IPL) প্লেঅফের(Play Off) আশা জিইয়ে রাখতে হলে শেষ তিনটি ম্যাচেই জিততে হবে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। সেখানেই বুধবার চেন্নাই...

শবরীমালায় যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, পায়ে হেঁটে ওঠার সম্ভাবনা

ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে কেরালার শবরীমালা মন্দির (Sabarimala temple) পরিদর্শনে যাচ্ছেন দ্রোপদী মুর্মু (Draupadi Murmu)। রাষ্ট্রপতির এই সফর...

এই সপ্তাহেই ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় মোলিনা

চলতি সপ্তাহেই মোহনবাগান সুপারজায়ান্ট(MBSG) ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। আসন্ন মরসুমের দল গঠনের জন্য...
Exit mobile version