Wednesday, November 5, 2025

এখনও এক বছর হয়নি,স্পষ্ট ২০২১ এর ঘটনা। বিশ্বজুড়ে খবরের শিরোনামে উঠে এসেছিল আফগানিস্তান (Afghanistan)আর তালিবান (Taliban)। গত বছরের আগস্ট মাসেই আফগানিস্তান (Afghanistan) দখল করে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল জেহাদিরা। কিন্তু মুখে যাই বলুক না কেন, তাঁদের কথা আর কাজের মধ্যে যে বিস্তর ফারাক তা তালিবানি(Taliban) কিছু কার্যকলাপে পরিষ্কার হয়ে যায়। বোঝা যায় তালিবান আছে তালিবানেই। এবার প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। প্রায় ৫০০ আফগান (Afghan) আমলাকে অপহরণ করে খুন করেছে তালিবান।

হিন্দি নিয়ে অমিত শাহর সঙ্গে প্রকাশ্য বিরোধিতায় তামিল বিজেপি সভাপতি

সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’-(The New York times)এর একটি তদন্তমূলক প্রতিবেদনে জানা গিয়েছে যে ক্ষমতার আসার পর ক্ষমতাচ্যুত আশরফ ঘানি সরকারের প্রায় ৫০০ জন প্রাক্তন আধিকারিককে হত্যা করেছে জেহাদি দলটি। নিহতদের তালিকায় বেশ কয়েকজন আফগান সেনার প্রাক্তন অফিসারও রয়েছেন বলে খবর। কিন্তু ঠিক কী কারণে এমন কাজ করতে হল তাঁদের? জানা গেছে আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে আফগান আধিকারিকদের হত্যা করেছে তালিবান।সংবাদ সংস্থা জানিয়েছে ৮৪ জন প্রাক্তন আমলা বা সেনা আধিকারিককে খুন করেছে তালিবান। কান্দাহারে অন্তত ১১৪ জন আমলা নিরুদ্দেশ। রিপোর্টে আরও বলা হয়েছে যে ক্ষমা করে দেওয়ার অজুহাতে আফগান সেনা ও আশরফ ঘানি সরকারের আমলাদের গোপন ডেরা থেকে ডেকে এনে পরিকল্পিত ভাবে হত্যা করছে তালিবান। যদিও তালিবানের তরফ থেকে সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।

উল্লেখ্য তালিবান ক্ষমতা দখলের পর থেকে নৃশংসতার নানা অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। ক্ষমতা দখলের পরই স্বমহিমায় ফিরেছে তালিবান মনে করছে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। বিভিন্ন অপরাধে হাত-পা কেটে ফেলা থেকে শুরু করে মাথা কেটে ফেলার মতো শাস্তির পক্ষে সওয়াল করেছে তালিবান নেতৃত্ব। গতবছর চার অপহরণকারীকে হত্যা করে তাদের দেহ প্রকাশ্যে ক্রেন থেকে ঝুলিয়ে দিতে দেখা গিয়েছিল তালিবানকে। এসবের মাঝেই আফগানিস্তানের মার্কিন মদতপুষ্ট পূর্ববর্তী সরকারের প্রায় ৫০০ আধিকারিককে অপহরণ করে খুন করার অভিযোগ তালিবানের বিরুদ্ধে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version