Friday, August 22, 2025

অধীরের স্ত্রী-কন্যার মৃত্যু রহস্যের সত্য উন্মোচনে CBI তদন্তের দাবি তৃণমূল বিধায়ক লাভলির

Date:

অতীতের দুটি পারিবারিক ঘটনা টেনে এনে এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক লাভলি মৈত্র। টুইট করে সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কুৎসার জবাব দিতে গিয়ে লেখেন, “আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই…. আপনার মেয়ের মৃত্যুরহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে…. কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক।’’

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালিতে ধর্ষিত ও নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য ছিল, ‘‘আমি জানতে পারলাম, নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমি নির্যাতিত পরিবারের পাশে থাকব। তাঁরা যত দূর পর্যন্ত লড়াই করতে চান, আমরা তাঁদের সঙ্গে থাকব।’’ সঙ্গে আইনি লড়াইয়ে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন অধীর। এরপরই অধীরকে পাল্টা দিয়ে টুইট করেন লাভলি। সেই টুইট প্রদেশ কংগ্রেস সভাপতিকে ট্যাগও করেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে অধীর চৌধুরীর প্রথম স্ত্রী অর্পিতাদেবীর মৃত্যু হয়। তারও অনেক আগে ২০০৬ সালে অধীর-অর্পিতার একমাত্র মেয়ে শ্রেয়সী চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু হয়। কলকাতার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে শ্রেয়সী আত্মহত্যা করেন বলে জানা যায়। যে ঘটনা সেই সময় গোটা রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। এতদিন পর হাঁসখালি ঘটনা প্রসঙ্গে অধীরের পরিবারের দুই সমস্যার মৃত্যুকে সামনে নিয়ে এলেন লাভলি। অধীরের স্ত্রী-কন্যার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি উসকে দিলেন তৃণমূল বিধায়ক।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version