অধীরের স্ত্রী-কন্যার মৃত্যু রহস্যের সত্য উন্মোচনে CBI তদন্তের দাবি তৃণমূল বিধায়ক লাভলির

২০১৯ সালের জানুয়ারি মাসে অধীর চৌধুরীর প্রথম স্ত্রী অর্পিতাদেবীর মৃত্যু হয়। তারও অনেক আগে ২০০৬ সালে অধীর-অর্পিতার একমাত্র মেয়ে শ্রেয়সী চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু হয়

অতীতের দুটি পারিবারিক ঘটনা টেনে এনে এবার প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীকে বেনজির আক্রমণ করলেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক লাভলি মৈত্র। টুইট করে সোনারপুরের তৃণমূল বিধায়ক লাভলি বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর কুৎসার জবাব দিতে গিয়ে লেখেন, “আপনি আগে আপনার স্ত্রী ও মেয়ের মৃত্যুরহস্য সামনে নিয়ে আসুন। সিবিআই তদন্ত চাই…. আপনার মেয়ের মৃত্যুরহস্য উন্মোচন হোক। এক নিদারুণ নির্যাতনে…. কষ্টে, তিলে তিলে আপনার স্ত্রী মৃত্যুবরণ করেছেন তার সত্যটা সামনে আসুক।’’

আরও পড়ুন:Breakfast News: ব্রেকফাস্ট নিউজ

প্রসঙ্গত, নদিয়ার হাঁসখালিতে ধর্ষিত ও নিহত নাবালিকার পরিবারের সঙ্গে দেখা করেন অধীর চৌধুরী। সেখানে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রদেশ কংগ্রেস সভাপতির মন্তব্য ছিল, ‘‘আমি জানতে পারলাম, নির্যাতিতার বাবা-মাকে থানায় তুলে নিয়ে গিয়ে মানসিক নির্যাতন করা হচ্ছে। সোমবার মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনা নিয়ে যে মন্তব্য করেছেন, তাকে সত্যি প্রমাণিত করা জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমি নির্যাতিত পরিবারের পাশে থাকব। তাঁরা যত দূর পর্যন্ত লড়াই করতে চান, আমরা তাঁদের সঙ্গে থাকব।’’ সঙ্গে আইনি লড়াইয়ে নির্যাতিতার পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেন অধীর। এরপরই অধীরকে পাল্টা দিয়ে টুইট করেন লাভলি। সেই টুইট প্রদেশ কংগ্রেস সভাপতিকে ট্যাগও করেন তৃণমূলের অভিনেত্রী-বিধায়ক।

উল্লেখ্য, ২০১৯ সালের জানুয়ারি মাসে অধীর চৌধুরীর প্রথম স্ত্রী অর্পিতাদেবীর মৃত্যু হয়। তারও অনেক আগে ২০০৬ সালে অধীর-অর্পিতার একমাত্র মেয়ে শ্রেয়সী চৌধুরীর অস্বাভাবিক মৃত্যু হয়। কলকাতার এক বহুতল থেকে ঝাঁপ দিয়ে শ্রেয়সী আত্মহত্যা করেন বলে জানা যায়। যে ঘটনা সেই সময় গোটা রাজ্যজুড়ে আলোড়ন ফেলে দিয়েছিল। এতদিন পর হাঁসখালি ঘটনা প্রসঙ্গে অধীরের পরিবারের দুই সমস্যার মৃত্যুকে সামনে নিয়ে এলেন লাভলি। অধীরের স্ত্রী-কন্যার মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি উসকে দিলেন তৃণমূল বিধায়ক।