Monday, May 5, 2025

কৌশলগত দিক থেকে ইউক্রেনের (Ukraine) বন্দর শহর মারিউপোল (Maruipol) দখল করা রাশিয়ার (Russia) কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মারিউপোল (Mariupol) সম্পর্কেই এদিন চাঞ্চল্যকর দাবি জানাল রাশিয়ার (Russia) প্রতিরক্ষা মন্ত্রক। তাদের দাবি, মারিউপোল শহরে ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগেডের ১০২৬ জন সেনা আত্মসমর্পণ করেছেন। যার মধ্যে ৪৭ জন মহিলা আছেন। আছেন ১৬২ জন অফিসার। ২০১৪ সালের যুদ্ধে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল।

আরও পড়ুন: মেয়াদ ফুরোনোর পরেও দিব্যি চলছিল রোপওয়ে, চাঞ্চল্যকর দাবি ঝাড়খণ্ডের পর্যটন বিভাগের ডিরেক্টর

চলতি যুদ্ধে রাশিয়া ইউক্রেনের ডনবাস ও লুহানস্ক দখল করে নিয়েছে। রাশিয়া (Russia) এই তিন এলাকাকে যুক্ত করতে চায়। এই কাজ করতে গেলে মারিউপোল (Mariupol) শহরটি দখল করা খুবই জরুরি। কারণ মারিউপোল রয়েছে প্রায় মাঝখানে। মারিউপোল শহরের উপর আক্রমণ ক্রমশই বাড়ছে। ইতিমধ্যেই সেখানে হামলায় দেড় হাজারেরও বেশি সাধারণ মানুষের মৃত্যু হয়েছে বলে কিয়েভের দাবি। অন্যদিকে ইউক্রেনের ৩৬ তম মেরিন ব্রিগ্রেড এক বিবৃতিতে জানিয়েছে, তারা ৪৭ দিন ধরে এই বন্দর শহর রক্ষার জন্য সব ধরনের চেষ্টা চালিয়েছে। কিন্তু তাদের হাতে অস্ত্র খুবই কমে এসেছে। অর্ধেকের বেশি সেনা আহত। যারা কোনওরকম সুস্থ আছেন তারাই লড়াই চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই মুহূর্তে তাদের সামনে পিছু হঠা ছাড়া আর কোনও বিকল্প পথ নেই। তবে তাদের আক্ষেপ, তারা কোনও রকম সহযোগিতা পাচ্ছে না। অস্ত্র ও রসদ দিয়ে তাদের সাহায্য করা হলে তারা অবশ্যই রুশ সেনার বিরুদ্ধে লড়াই করতে পারত। ইতিমধ্যেই রুশ (Russia) সেনা মারিউপোলকে (Maruipol) ঘিরে ফেলেছে।

এদিকে এরই মধ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (President Vladimir Putin) গণহত্যাকারী বললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (US Joe Biden)। তিনি বলেন, গণহত্যাকারী পুতিন ইউক্রেনকে মুছে ফেলতে চাইছেন। বাইডেনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Ukraine President Volodymyr Zelenskyy)। তিনি বলেছেন, আমরা প্রথম থেকেই রাশিয়ার বিরুদ্ধে গণহত্যা চালানোর দাবি করে আসছি। এতদিনে মার্কিন প্রেসিডেন্ট আমাদের সেই দাবিকেই স্বীকৃতি দিলেন।



Related articles

রাতে বিপজ্জনক বাইকে সওয়ার! হাওড়ায় মাধ্যমিক পাশ কিশোরসহ মৃত ৩

বাগনানে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই কিশোর-সহ তিন জনের। মৃত দুই কিশোর এবার মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। রবিবার...

মুখ্যমন্ত্রীর সফরের আগে রাজনীতি! ‘অপহরণে’ অভিযুক্ত বিজেপি

সামশেরগঞ্জের অশান্তি ঘিরে রাজ্য বিজেপি যে নিজেদের ভিত শক্ত করার চেষ্টা করেছিল, তা ব্যর্থ হয়েছে। স্থানীয়দের আস্থা অর্জনে...

এক বাইকে চারজন! উল্টোডাঙা উড়ালপুলে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ২, আহত ২

ট্রাফিক নিয়ম ভাঙার চরম মাশুল দিলো চার বাইক আরোহী যুবক। সোমবার ভোরে উল্টোডাঙা উড়ালপুলে (Ultadanga flyover) ভয়াবহ দুর্ঘটনায়...

দুপুরে মুর্শিদাবাদ রওনা মুখ্যমন্ত্রীর, সেজে উঠেছে বহরমপুর

সামশেরগঞ্জে ওয়াকফ আন্দোলন ঘিরে অশান্তির পরে মুখ্যমন্ত্রী আক্রান্ত স্থানীয়দের উদ্দেশে বার্তা দিয়েছিলেন ভরসা রাখার। সেই প্রতিশ্রুতি অনুযায়ী এবার...
Exit mobile version