Wednesday, November 12, 2025

এএফসি কাপের পরবর্তী ম‍্যাচ নিয়ে পরিকল্পনা শুরু বাগান কোচের

Date:

রাত পোহালেই পয়লা বৈশাখ। আর পয়লা বৈশাখ মানেই ময়দানে চেনা ঐতিহ্য বারপুজো। গত দু’বছর করোনার কারণে বারপুজোয় তেমন জাঁকজমক না থাকলেও, দু’বছর পর ফের জাঁকজমক করে বারপুজো হতে চলেছে কলকাতা ময়দানে। চলতি বছর মোহনবাগান ক্লাবে বারপুজোয় হাজির থাকবেন এটিকে মোহনবাগানের ( Atk Mohunbagan) ফুটবলাররা। তবে কারা শুক্রবার সকালে মোহনবাগান ক্লাবে আসবেন তা ঠিক করবেন কোচ বাগান কোচ জুয়ান ফেরান্ডো।

সামনেই এএফসি কাপের দ্বিতীয় ম্যাচ। বাংলাদেশের আবাহনী ক্রীড়াচক্রের বিরুদ্ধে ম্যাচ খেলতে হবে বাগান ব্রিগেডকে। সেই ম্যাচ নিয়ে ইতিমধ্যে চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন এটিকে মোহনবাগান কোচ। কারণ তিনি জানেন, শ্রীলঙ্কার ব্লু স্টারকে সহজেই হারাতে পারলেও এবার তা আর সহজ হবে না। বাংলাদেশ লিগে ১১ ম্যাচে ২২ পয়েন্ট পেয়ে  দ্বিতীয় স্থানে রয়েছে তাঁরা। এই নিয়ে জুয়ান ফেরান্ডো বলেন, ”আমি ওদের লিগের কিছু ম্যাচ দেখেছি। রক্ষণ আর আক্রমণে সামাঞ্জস্য রেখে ফুটবল খেলে আবাহনী। তবে আন্তর্জাতিক পর্যায়ে ওরা কেমন খেলে জানা নেই।” এই ম্যাচেও রয় কৃষ্ণাকে ছাড়াই খেলতে হবে এটিকে মোহনবাগানকে। তবে দলের সঙ্গে যোগ দিচ্ছেন কার্ল ম্যাকহিউ।

এদিকে বারপুজো হবে ইস্টবেঙ্গলেও। প্রথমে সকাল ১০ টায় পুজোয় বসার কথা থালেও, সময়ের পরিবর্তন করে করা হয়েছে।

এদিকে নতুন মরশুমের জন‍্য শুরু হয়ে গিয়েছে লাল-হলুদের দল গঠনের প্রক্রিয়াও। প্রাক্তন ফুটবলারদের এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা একটি তালিকাও জমা দিয়েছেন। নতুন ফুটবলার তুলে আনতে সন্তোষ ট্রফির দিকেও নজর রাখছেন প্রাক্তনরা। প্রাক্তন ফুটবলারদের মধ্যে রয়েছেন তরুণ দে, সুমিত মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু রায়, প্রশান্ত বন্দোপাধ্যায়, ভাস্কর গঙ্গোপাধ্যায়, রহিম নবি, মেহতাব হোসেনরা।

আরও পড়ুন:Deepak Chahar: সারেনি চোট, আইপিএলের পর আসন্ন টি-২০ বিশ্বকাপেও অনিশ্চিত চাহার : সূত্র

Related articles

সততার সঙ্গে মন্ত্রিত্ব করেছি? বলেন কী পার্থ!

তিনবছর তিনমাস কারা মুক্তির পরে বাড়ি ফিরে প্রথম রাতে ঘুমোতে পারেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)। বুধবার,...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

১২ নভেম্বর (বুধবার), ২০২৫ কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

দু-ধরনের রাসায়নিকেই বিস্ফোরণ! দিল্লি কাণ্ডে নজর ঘাতক গাড়ির গতিবিধিতেও

দিল্লির লালকেল্লা এলাকায় বিস্ফোরণের (Delhi blast near Red fort area) ঘটনায় দু’টি তাজা কার্তুজ এবং দু’ধরনের বিস্ফোরকের নমুনা...

ভয়াবহ! পথকুকুরদের হামলায় চিড়িয়াখানায় মৃত্যু কমপক্ষে ১০ হরিণের

কেরলে চিড়িয়াখানায় হরিণদের উপর ভয়াবহ হামলা পথ কুকুরদের(Street Dog)। ত্রিশূরে নবনির্মিত পুথুর চিড়িয়াখানা উদ্বোধন হয়েছে একমাসও হয়নি। তার...
Exit mobile version